এ দেশে এখন যেভাবে অপরাধী হয় সাধু আর সাধু হয় অপরাধী!

লিখেছেন লিখেছেন সত্যবাক ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:০৩:৩৪ রাত

যাত্রীদের পচন্ড ভিড়ে যখন সংঘবদ্ধ পকেটমার যাত্রী বেসে বাসে উঠে কোন যাত্রীর পকেটে হাত দেয় তখন যাত্রী টের না পেলে তারা পকেট মেরে বাস থেকে নেমে পড়ে। কিন্তু যাত্রী যদি টের পেয়ে যায় এবং তার পকেটে যে হাত দিয়েছে তাকে ধরার চেষ্টা করে তখন প্রথমে পকেটমার উল্টো যাত্রীটি বলে আমার পকেটে হাত দিয়েছো কেন? ও বেটা পকেটমান। ধর ওকে। সাথে সাথে তার চার পাশে থাকা যাত্রীবেশী সংঘবদ্ধ পকেটমার দলের অন্য সদস্যরা সমস্বরে বলে উঠে ধর বেটাকে এবং সবাই মিলে চড় থাপ্পর মারা শুরু করে দেয়। বাসের সব যাত্রী নিরিহ যাত্রীটিকে পকেটমার বলেই ধরে নেই। এভাবে ভিকটিম(যার পকেট মারা হচ্ছিল সে নিরিহ যাত্রীটি) মুহুর্তে ভিলেন(অপরাধী/পকেটমার) এ পরিণত হয়ে যায়। এ নিরিহ লোকটির প্রতি কারো সহানুভুতি থাকে না। বাংলাদেশে সাময়িক প্রেক্ষাপটে সংঘবদ্ধ মিডিয়া এভাবেই এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল সুনাগরিক, অধুমপায়ী, নামাজী, সদাচারী লোকদেরকে ভিলেনে পরিণত করছে। সংঘবদ্ধ মিডিয়া চক্রের হাত থেকে সমাজের ভালমানুষগুলোর বাঁচার উপায় কী? মিথ্যা দিয়ে সত্যকে ওরা কতদিন ঢেকে রাখতে পারবে?

বিষয়: বিবিধ

৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File