আবারও বেপরোয়া পুলিশ!
লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ০৬ মার্চ, ২০১৩, ০৫:৩৬:৫০ বিকাল
নয়াপল্টন রণক্ষেত্র, বিএনপির সমাবেশ পণ্ডঃ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশ গুলি বর্ষণ করেছে। এতে বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালামসহ অনেক সিনিয়র নেতাকর্মী আহত হয়েছেন। এসময় নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের পর বিক্ষোভ সমাবেশটি পণ্ড হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ চলাকালে বিজয়নগর মোড়ে বিশৃঙ্খলা শুরু হয়। এসময় সমাবেশ মঞ্চে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান বক্তব্য রাখছিলেন। একপর্যায়ে নয়াপল্টন কার্যালয়ের পশ্চিম দিক থেকে পুলিশ গুলি বর্ষণ শুরু করে। আতঙ্কে সমাবেশের উপস্থিত বিএনপি নেতাকর্মীরা দিগবিদিক ছুটে চলে যায়। ফলে পণ্ড হয়ে যায় বিক্ষোভ মিছিল। এতে বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম গুলিবিদ্ধ হন। এছাড়া অনেক সিনিয়র নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিএনপি কার্যালয়ে অবস্থান করছেন সিনিয়র নেতারা।
সূত্রঃ দৈনিক মানবজমিন অনলাইন
বিষয়: রাজনীতি
১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন