সাহসী এরশাদ!
লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ০৬ মার্চ, ২০১৩, ০২:৫৬:৫৩ দুপুর
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যারা ইসলামের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে আজ থেকে যুদ্ধ ঘোষণা করলো জাতীয় পার্টি। সকালে রাজধানীর একটি হোটেলে ওলামা মাশায়েখদের একটি যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এরশাদ বলেন, কয়েকদিন ধরে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এই ঘোষণার মধ্য দিয়ে এই রক্তক্ষরণ বন্ধ হলো। ইসলামের বিরোধিতাকারীদের বিরুদ্ধে আলেম ওলামাদের নিয়ে আমি যুদ্ধ চালিয়ে যাবো। শাহাবাগের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শাহবাগে এখন যা হচ্ছে তা জাতীয় পার্টি মেনে নেবে না। তিনি বলেন, শাহবাগ থেকে জাতিকে আদেশ নির্দেশ দেয়া হচ্ছে। এটি কেবল রাষ্ট্র দিতে পারে। আর দিয়েছিলেন বঙ্গবন্ধু। এরাতো সরকার না, বঙ্গবন্ধুও না।
রাষ্ট্র ধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের করা যাবে না উল্লেখ করে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সাহস থাকলে গণভোট দেন। দেখবেন ৯০ ভাগ মানুষ এতে সমর্থন দেবে না। তিনি বলেন, পৃথিবীর দেশে দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল রয়েছে। ( সূত্রঃ দৈনিক মানবজমিন)
বিষয়: রাজনীতি
৯০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন