ঢাকায়ও সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি!

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ২৯ ডিসেম্বর, ২০১৪, ০২:৩০:৩০ দুপুর

খবরঃ ঢাকায়ও সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি!৫ জানুয়ারি সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।- দৈনিক ইত্তেফাক

আমারতো মনে হয় ৫ জানুয়ারী উপলক্ষ্যে সমাবেশতো দূরের কথা,

বিএনাপি তথা ২০ দল যদি বলে, আমরা বাইতুল মোকাররাম মসজিদের সামনে কিছু সময় দোয়া দরুদ পাঠ করব,

এবং তছবিহ্ তাহলিল পাঠ করব, কিংবা ক্কোরআন-খানি ও মিলাদ বা দোয়া মাহফিল করব,

অথবা বসে বসে শুধু ঘন্টাখানেক জিকির-আজকার করব;

তাতেও আওয়ামী সরকার ও তাদের পুলিশবাহীনি বিএনপিকে অনুমতি দিবে না।

অতএব বিএনপি বা ২০ দলকে অবশ্যই করনীয় ঠিক করতে হবে।

কর্মসূচী ডেকে যারা নপুংশকের মত ঘরে বসে থাকে, তাদের আহ্বানে জনগণ সাড়া দিবে না।

বেড়ালের মত মিউ-মিউ টাইপের আন্দোলন করে আওয়ামী-বাকশালী সরকারকারকে ক্ষমতা থেকে হটানো যাবে না। সিংহের মত হুংকার দিয়ে অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে।

টিপু সুলতানের মত দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, ‍"শেয়ালের মত এক হাজার বছর বাঁচতে চাই না, সিংহের মত একদিন বাঁচতে চাই।"

বিষয়: রাজনীতি

১০১৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297876
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৩
লিচু চোর ০০৭ লিখেছেন : কঠিন কথা বলেছেন ভাই, আর ২০ দল সমাবেশ করে করবেইটা কি???? এসব সমাবেশ করে লাভ নাই। শুধু শুধু জনতার দু:খ বাড়িয়ে কি লাভ বলেন ??
297877
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৬
লিচু চোর ০০৭ লিখেছেন : আত্মগোপনে ছাত্রদলের ১৫৩ নেতা!
ছাত্রদল নবগঠিত কমিটির সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র সভাপতি মামুনুর রশিদের ফোন গতকাল থেকে বন্ধ রয়েছে। পাশাপাশি ১৫৩ নেতার মধ্যে প্রায় ১৫০ নেতার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
297891
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সরকার উচ্ছেদ এর জন্য সরকারের অনুমতি লাগবে!!!
এই দেশে আর কি আশা করা যায়।
297893
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২১
শাহাবউদ্দিন আহমেদ লিখেছেন : সবুজ ভাই ঠিক বলেছেন,মন্তব্যর জন্য ধন্যবাদ।
297897
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালো তো হাতে চুড়ি পরে বসে থাকার সুযোগ হলো .. ওরা তো এটাই চায়
297898
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৭
হতভাগা লিখেছেন : এখন গর্তে ঢুকে পড়া ছাড়া বিএনপির কাছে আর কোন অপশন খোলা নাই । খালেদার জেল গমন খুব শীঘ্রই আসছে।
297900
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫২
শাহাবউদ্দিন আহমেদ লিখেছেন : অারো তথ্য পেলাম, ধন্যবাদ হতভাগা ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File