আধিপত্যবাদী বন্ধু রাষ্টের নমুনা!

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ১৭ নভেম্বর, ২০১৪, ০৩:২৯:৫৪ দুপুর

সাম্রাজ্যবাদী, ও আধিপত্যবাদী শক্তি কখনও চাইবে না যে তার প্রতিবেশী রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রীক সরকার ও কার্যকর একটি বিরোধীদল প্রতিষ্ঠিত থাকুক।

ফলে তারা পার্শবর্তী রাষ্ট্রে এমন একটি সরকার প্রতিষ্ঠায় কাজ করবে, যে সরকার সদা সর্বদা তাদের পদলেহন করে চলবে এবং তদেরই স্বার্থ রক্ষায় নিয়োজিত থাকবে।

তখন উক্ত দেশ এবং দেশের জনসাধারণের স্বার্থসংস্লিষ্ট বিষয়গুলো গৌণ হয়ে যায়, পক্ষান্তরে আধিপত্যবাদী প্রভূদের সন্তুষ্টিই তাদের জন্য মুক্ষ হয়ে দাঁড়ায়।

আধিপত্যবাদীদের সফলতা ষোলকলায় পূর্ণ হয় যখন সেই রাষ্ট্রের তথাকতিত শুশীল সমাজ ও বুদ্ধিজীবিগণ, সানন্দ চিত্তে আধিপত্যবাদী শক্তির গুণকীর্তন করতে ব্যস্ত থাকে।

এহেনবস্থায় রাষ্টের সাধারণ মানুষ এবং প্রান্তিক জনগোষ্টির জীবন মান বিপন্ন হয়ে যায়, আর রাষ্ট্র হয়ে পড়ে ক্রমান্নয়ে দূর্বল ও নতজানু।

এমতাবস্থায় উক্ত পদলেহনকারী শাসকগোষ্টির শাসনকাল দীর্ঘ হতে থাকে ততক্ষন পর্যন্ত, যতক্ষন পর্যন্ত দেশের সর্বস্তরের মানুষ কঠিন প্রতিবাদী হয়ে না ওঠে, এবং তীব্র প্রতিরোধ গড়ে না তোলে।

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285206
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৭
শাহাবউদ্দিন আহমেদ লিখেছেন : প্রিয় পাঠকবৃন্দ আমার বিশ্লেষনে ভুল হলে মার্জনীয়।
285346
১৮ নভেম্বর ২০১৪ রাত ০২:১২
লজিকাল ভাইছা লিখেছেন : উত্তম কথা বলেছেন, ১০০% খাটি কথা। অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File