“আমাদের দুর্দশা সহজেই দূর হবে না”
লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৩৬:৪১ বিকাল
আমরা আদালত মানি, আদালতের প্রতি গভীর শ্রদ্ধাশীল, কিন্তু আদালতের রায় যদি আমাদের মন মত না হয়, তখন সে রায় আমরা মানি না। এমনকি সে রায় যদি সর্বোচ্চ আদালত থেকেও আসে তবুও না। ব্যাপারটা এরকম গ্রাম বাংলার একটা প্রবাদ আছে “বিচার মানি তবে তালগাছ আমার” এই তালগাছ আমার, কালচার থেকে যতদিন বেরিয়ে আসতে না পারবো ততদিন আমাদের দুর্দশা কাটবে না।
সাম্প্রতিককালে আদালত অবমাননা এ কথাটির বহু ব্যবহার লক্ষ্য করছি, কিন্তু আদালতের রায় না মেনে আদালতকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে দিনের পর দিন অথবা মাসের পর মাস ভিবিন্ন কর্মসূচী পালন করা আদালত অবমাননা হয় কিনা, তা আমার জানার বাইরে। কিংবা আদালত অবমাননা কি তাই হয়তো আমি জানি না।
তবে এটুকু বুঝি আদালতের রায়কে অবজ্ঞা করে যে কোন কর্মসূচী পালন করাই আদালত অবমাননা হওয়া উচিত, তা সে কর্মসূচী ঠান্ডাই হোক অথবা গরমই হোক।
বিষয়: বিবিধ
৯৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন