“একজন নাস্তিক পর্যটকের বাংলাদেশ ভ্রমনের গল্প”

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ৩১ আগস্ট, ২০১৪, ০৩:৩৯:৪৭ দুপুর

একবার পাশ্চাত্য দেশের এক পর্যটক আমাদের বাংলাদেশ সফরে আসলেন। ঐ পর্যটক বিশ্বের অনেক দেশ ভ্রমন শেষে বাংলাদেশ ভ্রমনে এসেছেন, তিনি ছিলেন নিরীশ্বরবাদে বিশ্বাসী একজন নাস্তিক মানুষ। বাংলাদেশ সর্ম্পকে বর্তমান বিশ্বে এত প্রচার প্রপাগান্ডা শুনে বাংলাদেশ দেখতে আগ্রহী হয়ে এ সফরে আসা।

তিনি ভাল করে আমাদের দেশ সফর করলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশ ঘুরে বেড়ালেন। তিনি অমাদের দেশ, দেশের মানুষ, কৃষ্টি, কালচার, ধর্ম, বর্ণ রাজনীতি, শিক্ষা, দর্শণ, সমাজনীতি, অর্থনীতি, প্রত্যেকটি বিষয় খুব গভীর ভাবে পর্যবেক্ষন করে সফর শেষ করলেন। এবার ফেরার পালা, দেশত্যাগ করার প্রাক্কালে আমাদের দেশের সাংবাদিকবৃন্দের কবলে পড়লেন। বিভিন্ন প্রশ্নের উত্তর তাকে দিতে হল আমাদের দেশ সম্পর্কে।

সব শেষে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, “আমাদের দেশ সফর করে আপনার কি অভিজ্ঞতা হল, কি অর্জন করলেন এ সফরে?”

ভদ্রলোক অতি গাম্ভির্যের সাথে জবাব দিলেন, “এ দেশ সফর করে আমার জীবনে সব চেয়ে বড় অভিজ্ঞতা অর্জন করেছি, এবং আমার জীবনের বিশাল একটা ভুল শুধরে নিতে পেরেছি, এটা আমার একটা সফল ট্যুর।”

“কি রকম সফল ট্যুর?”

“আমি নাস্তিক মানুষ ছিলাম, আমি এখন আস্থিক, আমি এক ঈশ্বরে বিশ্বাস করছি।”

এবার সাংবাদিকগণের কৌতুহলী প্রশ্ন, “এটা কেমন করে হল?”

ভদ্রলোক বললেন, “একটা দেশের মানুষের মধ্যে, ধর্ম, বর্ণ, রাজনীতি, শিক্ষা, সাংস্কৃতি প্রত্যেকটা বিষয়ে এত মতপার্থক্য, এত মতবিরোধ, এত বিভাজন, এত অনৈক্য! মানুষের চিন্তা চেতানা এত পরস্পরবিরোধি! এভাবে একটা দেশ কি করে টিকে আছে, কি ভাবে বেঁচে আছে মানুষ?

এত সব দেখে আমার জীবেনের ধারণা পাল্টে গেল, নিশ্চই ঈশ্বর বলে একজন আছেন, নইলে এই দেশটা থাকতো না।

বিঃদ্রঃ পাঠকবর্গ এটি একটি কাল্পনিক গল্প। ভুলত্রুটি মার্জনীয়।

বিষয়: বিবিধ

১৩৮৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260057
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫২
কাহাফ লিখেছেন : কাল্পনিক হলেও চিন্তার আছে অনেক কিছু, অনেক ধন্যবাদ ........
260058
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৪
শাহাবউদ্দিন আহমেদ লিখেছেন : মন্তব্যর জন্য ধন্যবাদ।
260070
৩১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২২
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
260078
৩১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৭
সজল আহমেদ লিখেছেন : কাল্পনিক ধূর মুড অফ হয়া গেলগা!
260090
৩১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : স্রষ্টা একজন না থাকলে বাংলাদেশ চালায় কে?
260097
৩১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৪
মামুন লিখেছেন : খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আসলেই, এতো অনৈক্যের ভিতরেও দেশটি যে টিকে আছে, তা একমাত্র আল্লাহ পাকের রহমত রয়েছে বলেই।
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। Rose Rose Rose
260307
০১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তা হলে আমাদের রাজনিতিবিদরা একটা হলেও উপকার করেন!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File