“কষ্টের শব্দমালা”

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ০৫ আগস্ট, ২০১৪, ০৪:০৮:০১ বিকাল



অনেক পথ হাটলাম এই পৃথিবীর পরে,

হাটা হলনা তবু তোমার হাত ধরে।

অনেক ছবি এঁকেছি সাড়া পৃথিবী জুড়ে,

তোমার ছবি আঁকা হয়নি অন্তরে।

অনেক গান গেয়েছি, অনেক সুর রেখেছি তুলে,

তোমার কোন গান হয়নি গাওয়া, কে জানে কোন ভুলে?

আজি একাকি নিঃসঙ্গ নির্জনে, হৃদয়ের গভির গহনে,

তোমারই সুর সাধি, দহি সুখের দহনে।



চারিপাশে কত কোলাহল, কতশত জনতা,

জনাতার মাঝেই আমি নির্জন, গভির নির্জনতা!

থেকে থেকে মন উদাস হয়, বহে দক্ষিণা বায়,

কবি মন মোর ভাবি বসে, সময় যে বয়ে যায়।

নারঙ্গী বাগে, ঝড়ে কাঁপে বৃক্ষ পাতা,

জড়া পাতা উড়ে, কত কষ্ট গাঁথা।

মিলনের সুর যেন অন্তরে বাজে,

সুখের তৃষ্ণায় আজি, হৃদয় বুঝি সাজে।।

বিষয়: বিবিধ

৯৯৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251196
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৬
শিশির ভেজা ভোর লিখেছেন : মিলনের সুর যেন অন্তরে বাজে,
সুখের তৃষ্ণায় আজি, হৃদয় বুঝি সাজে।। Clown Clown Clown
251238
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
আফরা লিখেছেন : ভালো হয়েছে ......।
251253
০৫ আগস্ট ২০১৪ রাত ০৮:৩২
বাজলবী লিখেছেন : চমৎকার ভালো লাগলো ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File