"একটি ছোট গল্প"
লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ১১ জানুয়ারি, ২০১৪, ০৬:১১:১৬ সন্ধ্যা
একবার এক রাজা তার মন্ত্রীকে বললনে, আমাকে এক লাইনে এমন একটি বাক্য রচনা করে দিন, যে বাক্যটি খুব অনান্দঘন মূহুর্তে পাঠ করলে আমি দুঃখতি হয়ে যাব এবং আমার মুখমন্ডল তৎখনাত মলিন হয়ে যাবে, আবার ঐ একই বাক্য যদি অতি কঠিন এবং খুবই দুঃসময়ে পাঠ করি তাহলে মুহুর্তেই আমার মনে আনন্দ ফিরে আসবে।
বহু চিন্তা ভাবনা করে মন্ত্রী মহাশয় পরদিন রাজাকে একটি চিরকুট হাতে ধরিয়ে দিলনে।
তাতে লেখা রয়ছে" সময় সব সময় সমান যায় না, সময় বদলায়" ...........
বিষয়: বিবিধ
১৯৩৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন