শাহবাগের তরুণ প্রজন্মদের বলছি.....

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:০৩:০৯ দুপুর

কথায় আছে "লেবু বেশী কঁচলালে তিতা হয়ে যায়" আপনারা তরুন প্রজন্ম মাশাল্লাহ অনেক সমাজ সচতেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, অনেক আন্দোলন করেছেন, মানুষ সাড়া দিয়েছে, সবই ভাল। সরকার বাহাদুর আইন সংশোধন করে আপিলে যাচ্ছে মামলা চলবে বিচারিক প্রক্রীয়ায়, এখন ক্ষ্যান্ত হোন। নাহলে জনমনে বিরক্তি চলে আসতে পারে, তখন হিতে বিপরিতও হতে পার।

বিষয়: বিবিধ

৮৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File