উত্তম আবাসের ঠিকানা........(ভাংতি গল্প)
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৪ জুন, ২০১৫, ১২:১৩:২০ দুপুর
উত্তম আবাসের ঠিকানা..........(ভাংতি গল্প)
[গল্প পড়লেই নেকী ফ্রি]
-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-
জাবেদের মেজাজটা আজ বেশ ফুরফুরে, ফ্রেশ। এমন খোশ মেজাজে থাকলে ইনবক্সে নাপড়া মেসেজ থেকে একটি করে মেসেজ খুলে পড়ার অভ্যাস আগে থেকেই আছে জাবেদের। আজকেও এর ব্যতিক্রম হল না।
সে ইনবক্সে ক্লিক করে নাপড়া মেসেজ থেকে একটি মেসেজ খুলল। খুলেই সে হতবাক, এত সুন্দর সাবলিল ভাষার মেসেজ এতদিন জাবেদ না পড়েই ছিল!
নিজেকে দুর্ভাগাদের অন্তর্ভূক্ত বলেই মনে হল তার। সে কেন এতদিন মেসেজটি পড়েনি এটা ভেবেই জাবেদের নিজের মাথার চুল ছিড়তে ইচ্ছে করছে।
প্রায় দেড় হাজার বছর আগে আসা মেসেজ'র সবগুলোইতো আরো আগেই পড়ে নেয়া উচিত ছিল। সে আবার চোঁখ রাখে মেসেজ'র পাতায়, আবার পড়ে, বারবার পড়ে, তারপরও পড়তে ইচ্ছে করে। যতই পড়ে ততই মুগ্ধ হয়ে যায় জাবেদ।
এত সুন্দর সত্য কথা সাবলিল ভাষায় তিনি ছাড়া আর কে বলতে পারেন! তিনি কত মহান, ক্ষমাশীল, দয়ালু।
এই মেসেজটি তার বেস্ট ফ্রেন্ডদের কাছে ফরওয়ার্ড করে দিতে ইচ্ছে হল জাবেদের। কারণ মেসেজটিতে উত্তম আবাসের ঠিকানা বলে দেয়া হয়েছে।
জাবেদ ভাবে তার প্রিয় বন্ধুরা যদি ইহকালের মত পরকালেও তার সাথেই থাকে তাহলে কতই না ভাল হয়।
এবার জাবেদ মেসেজটি টাইপ করতে থাকে, " মানুষের জন্য নারী, সন্তান, সোনারূপার স্তুপ, সেরা ঘোড়া, গবাদি পশু ও কৃষি ক্ষেতের প্রতি আসক্তিকে বড়ই সুসজ্জিত ও সুশোভিত করা হয়েছে। কিন্তু এগুলো দুনিয়ার ক্ষনস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। প্রকৃতপক্ষে উত্তম আবাস তো রয়েছে আল্লাহর কাছে। "
জাবেদ উত্তম আবাসের ঠিকানা টাইপ করার পর সর্বপ্রথম ফেসবুকের বন্ধুদের কাছে পৌছাতে চায়। তারপর সে ইহা প্রকাশ করে দিবে ব্লগেও।
আল্লাহ ভরসা।
(
# উল্লেখিত মেসেজটি সূরা আলে ইমরানের ১৪ নং আয়াত দ্রষ্টব্য
# ইহা একটি আসমানি মেসেজ পরিবেশনা।
ইতিপূর্বে প্রকাশিত কয়েকটি ভাংতি গল্প
শান্তনা
বিষয়: বিবিধ
১২৯৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভ কামনা
ভাল থাকবেন।
আল্লাহ তায়াল আমাদের সকলকে উত্তম আবাসে যেয়ে উত্তম ভাবে থাকার তৌফিক দান করুন......
ধন্যবাদ আপনাকে ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
কারণ হচ্ছে কোরানের প্রতিটি অক্ষরের জন্য নেকী আছে আর এখানেও কোরানের আয়াত আছে । সুতরাং নেকী আছেই ।
মেসেজ পেলেও যে আমরা ভুলে যাই...
অাপনাকে অান্তরিক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন