রিকশাচালক ও সিএনজিচালক হত্যাকারী এমপিপুত্রকে রক্ষায় পুলিশি প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ১৪ জুন, ২০১৫, ০১:১২:৩৪ দুপুর



রাত তখন পৌনে ২টা। নিউ ইস্কাটনের রোডে এই সময়েও বাধলো হালকা জ্যাম। জ্যামে আটকা পড়লেন নেশাখোর মাতাল দুষ্চরিত্র এক বড়লাট!!

এই সামান্য জ্যামও সহ্য হলোনা বড়লাটের!! উত্তেজিত মাথায় পকেট থেকে বের করলেন নিজের লাইসেন্স করা পিস্তল। রাস্তায় জ্যামের মধ্যেই শুরু করলেন এলোপাথাড়ি গুলি!!

ফলাফল: একজন রিকশাচালক ও একজন সিএনজি চালক নিহত।

নাটক বা সিনেমার কাহিনী নয়, সত্য ঘটনা। গত ১৩ এপ্রিলের ঘটনা এটি।

এই বড়লাট হচ্ছেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে রনি!!

অনেক নয়ছয় এর পর দীর্ঘ দেড় মাস পর ৩১মে এই বড়লাটকে তার ড্রাইভারসহ গ্রেপ্তার করে পুলিশ!!

গ্রেপ্তারের পর মিডিয়ার সামনে পুলিশের ভাষ্য ছিলো, গুলি করার কথা সে এবং তার ড্রাইভার স্বীকার করেছে। তবে গুলিতে কেউ মারা গিয়েছিল কি না তা নাকি এই বড়লাটের জানাই ছিল না!!

বড়লাটের এত কিছু খেয়াল করার দরকার আছে? মেজাজ গরম হয়েছে, গুলি চালিয়ে মেজাজ ঠান্ডা করেছে। গুলি কোথায় লেগেছে, কোন ফকিন্নি মরেছে, এসব দেখে লাভ আছে??

সে যাই হোক, আওয়ামী এমপিপুত্র হওয়ায় এই চাঞ্চল্যকর ও নির্মম জোড়াখুনকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে যাচ্ছে কিছু দলবাজ পুলিশ।

রনির গুলিতেই হত্যাকাণ্ড ঘটেছে বলে তদন্ত কর্মকর্তা কিছুদিন আগে গণমাধ্যমকে জানালেও আদালতে জমা দেওয়া প্রতিবেদনে তা লিখেননি। এটা না লিখা মানে, রনিকে নির্দোষ বানানোর চেষ্টা!!

রিকশাচালক আর সিএনজি চালকরা মানুষ না!! এই বড়লাটরাই কেবল মানুষ? এজন্যই কি একমাত্র উপার্যনক্ষম ব্যাক্তিকে হারিয়ে নি:স্ব দুই পরিবার বিচার পাবেনা??

পুলিশের এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন। গরিব অসহায় মজলুম দুই পরিবারের পাশে দাঁড়ান। সর্বোপরি গরিবের শোষিত টাকায় নেশাখোর দুষ্চরিত্র এসব বড়লাটদের স্বেচ্চাচারিতার বিরুদ্ধে আওয়াজ তুলুন।

রাজপথে না হলেও অন্তত অনলাইনে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। যাতে তারা সহজে এই নির্মম জোড়াখুনকে ধামাচাপা দিতে না পারে।

একসময় আপনার আমার অবস্থাও যে গুলি খাওয়া ঐ দুই ব্যাক্তির মত হবেনা কিংবা আমাদের পরিবারের অবস্থা যে এই দুই পরিবারের মত হবে না তারই বা গ্যারান্টি কি??

তাই সময় থাকতে সোচ্চার হোন।।।

বিষয়: বিবিধ

৯৫৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325749
১৪ জুন ২০১৫ দুপুর ০১:৪৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ইচ্ছে করতেছে এরে গুলি করে মারি। নিরিহ দুজন মানুষকে মেরে ফেলছে কুত্তার বাচ্চা
১৪ জুন ২০১৫ দুপুর ০২:০৫
267932
আহমেদ ফিরোজ লিখেছেন : দেশে আইন থাকলে আদালত থেকেই তাকে গুলি করে মারার নির্দেশ আসতো।
325752
১৪ জুন ২০১৫ দুপুর ০২:১৪
হতভাগা লিখেছেন : জ্যামে পড়লে মেজাজ নিয়ন্ত্রনে রাখা খুব কঠিন । আমরা আপনারা খিস্তি খেউড় করি , উনাদের ভাষা এক্ষেত্রে হচ্ছে পিস্তল ।

উনারা নেতা , এমপি , মন্ত্রীদের দের ছেলে , নেতারদের মত উনাদেরও প্রটেকশন দিলে এরকম হানাহানি ঘটতো না ।
325764
১৪ জুন ২০১৫ বিকাল ০৪:০৫
আহমেদ ফিরোজ লিখেছেন : আপনার দেয়া যুক্তি প্রয়োগ করে আওয়ামী লীগ এমন আইন করেও ফেলতে পারে, ঠিক নাই!! কারন আওয়ামী লীগের দ্বারা এসব সম্ভব!!!!
325782
১৪ জুন ২০১৫ বিকাল ০৫:২৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যারা সোচ্চার হবার কথা তারা যথারীতি নিদ্রায়..... সচেতনতা মুলক পোস্টের জন্য ধন্যবাদ।
১৫ জুন ২০১৫ রাত ১২:০২
268101
আহমেদ ফিরোজ লিখেছেন : অন্তত অনলাইনে প্রতিবাদ হলেও খারাপ কি ভাই। বিএনপিও আজকে এটার প্রতিবাদ জানাইছে।
১৫ জুন ২০১৫ রাত ১২:১৬
268106
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ সেই জন্য আপনাকে ধন্যবাদটা দিয়েছিলাম।
১৫ জুন ২০১৫ সকাল ০৮:৪৭
268131
আহমেদ ফিরোজ লিখেছেন : ধন্যবাদ ভাই।
325791
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
শেখের পোলা লিখেছেন : দুস্থ দুটি পরিবারের পূর্ণ পূনর্বাসন ও বড় াটের ক্রসফায়ারে মৃত্যুর বিচারিক রায় চাই৷
১৫ জুন ২০১৫ রাত ১২:০৩
268103
আহমেদ ফিরোজ লিখেছেন : শাহাবাগীরা এইক্ষেত্রে নিরব
325797
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
এ,এস,ওসমান লিখেছেন : হে হে হে ভাইয়া দেশে আইনও নায়, মৃত লাশের সংখ্যা গণনাও নায়
১৫ জুন ২০১৫ রাত ১২:০৪
268104
আহমেদ ফিরোজ লিখেছেন : খারাপ বলেননাই। এতকিছুর পরেও প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। নইলে আরো চেপে বসবে।
325805
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
আবু জান্নাত লিখেছেন : ওরা মানুষ নয়, আওয়ামীলীগ। তাই তো এমন কান্ড ঘটাতে সাহস পায়।
১৫ জুন ২০১৫ রাত ১২:০৪
268105
আহমেদ ফিরোজ লিখেছেন : ওরা মাতাল লীগ। দেশের সাথেও মাতলামী করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File