কোরআন হাদিসের তাফসীর নির্ভর প্রচলিত কিছু বানোয়াট কাহিনী [২]
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৩ জুলাই, ২০১৩, ১২:৪৬:২৪ দুপুর
তাওরাতের ফলক সম্পর্কে মিথ্যা কাহিনী
লেখাটি বুঝতে সহজ হবে যদি আগের ভূমিকা সহ পোষ্টটি একবার পড়া হয় ।
http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/2668/rashic/22332#.Ue4nv6w25r5
তাওরাতের ফলক সম্পর্কে কাহিনী
কুরআন মাজীদের বর্ণনা :
অনুবাদ: ‘অতঃপর আমি মূসাকে ফলকের উপর সর্ববিষয়ের উপদেশ এবং সর্ববিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, এই হিদায়তকে দৃঢ় হস্তে শক্তভাবে গ্রহণ কর এবং তোমরা সম্প্রদায়কে এর সুন্দর সুন্দর বিধানগুলো মেনে চলতে আদেশ কর। আমি ফাসেক বা সত্যত্যাগীদের আবাসস্থল শীঘ্রই তোমাদেরকে প্রদর্শন করবো’ (আ‘রাফ ১৪৫)।
উপরোক্ত আয়াতের মিথ্যা তাফসীর : বলা হয়েছে যে, তাওরাতে ফলকগুলো ছিল জান্নাতের বড় গাছের। যার দৈর্ঘ্য ছিল ১২ হাত। হাদীছে আছে, আল্লাহ আদমকে নিজ হাতে সৃষ্টি করেন। নিজ হাতে তাওরাত লিখেন। নিজ হাতে তূবা গাছটি গাড়েন। হাসান বলেন, তাওরাতের ফলকগুলি ছিল কাঠের। কালবী বলেন, তাওরাতের ফলকগুলি ছিল সবুজ যহরত পাথরের। সাঈদ ইবনু জুবায়ের বলেন, ফলকগুলি লাল ইয়াকূত পাথরের। রাবীঈ বলেন, ফলকগুলি ছিল নকশাপূর্ণ কাপড়ের। ইবনু জুরায়েয বলেন, ফলকগুলি ছিল যমরূদ পাথরের। আল্লাহর আদেশে জিবরাঈল (আঃ) আদন জান্নাত হতে নিয়ে এসেছিলেন। জিবরাঈল ঐ কলম দিয়ে লিখেছিলেন, যে কলম দিয়ে তিনি আল্লাহর যিকির লিখেছিলেন এবং নূরের নহর হতে কালী নিয়েছিলেন। ওয়াহাব বলেন, আল্লাহ ‘ছাম্মা’ পাথর হতে ফলকগুলি কেটে নেয়ার আদেশ করেছিলেন। আল্লাহ পাথরটিকে নরম করেছিলেন। আল্লাহ নিজ হাতে ফলকের টুকরাগুলি কেটেছিলেন। নিজ হাতে তা পৃথক করেছিলেন। মূসা (আঃ) দশটি শব্দ লিখার সময় কলমের শব্দ শুনেছিলেন। আর এ লেখার সময় ছিল যুলহিজ্জার প্রথম তারিখ। ফলকগুলি ছিল মূসার দৈর্ঘ্যরে সমান দশ হাত। রাবীঈ ইবনু আনাস (রাঃ) বলেন, তাওরাত ছিল সত্তরটি উটের বোঝা। এক অংশ এক বছরে পড়া হত। চার জন ছাড়া তা আর কেউ পড়েনি। (১) মূসা (২) ইউশা (৩) ওযায়ের (৪) ঈসা (এসব ইসরাঈলী বানাওয়াট বিবরণ। ডঃ আবু সাহামা, মওযূ‘আত, পৃঃ ১৯৬-১৯৭) ।
### মূসা (আঃ)-এর ফলক নিক্ষেপের কাহিনী
পবিত্র কুরআনের বর্ণনা :
অনুবাদ: ‘আর মূসা রাগান্বিত বিক্ষুদ্ধ অবস্থায় নিজ জাতির নিকট ফিরে এসে বললেন, আমার চলে যাওয়ার পর তোমরা খুব খারাপভাবে আমার প্রতিনিধিত্ব করেছো, তোমরা তোমাদের প্রভুর নির্দেশের পূর্বেই কেন তাড়াহুড়া করতে গেলে? অতঃপর সে ফলকগুলো ফেলে দিলো এবং স্বীয় ভ্রাতার মস্তক ধরে নিজের দিকে টানতে লাগলো, সে বলল, হে আমার মাতার পুত্র! এই লোকগুলো আমাকে পরাভূত করে ফেলেছিল এবং আমাকে মেরে ফেলতে উদ্যত হয়েছিল, অতএব তুমি আমাকে শত্রু“ সম্মুখে হাস্যোস্পদ করো না, আর এই যালিম লোকদের মধ্যে আমাকে গণ্য করো না’ (আ‘রাফ ১৫০)।
উপরোলে−খিত আয়াতের মিথ্যা তাফসীর : কাতাদা (রাঃ) হতে বর্ণিত হয়েছে যে, মূসা (আঃ) তাওরাতের প্রতি দৃষ্টি দিয়ে বললেন, হে আমার প্রতিপালক! ফলকগুলি পড়ে দেখলাম এমন একটি উত্তম দল মানুষের জন্য বের হবে, যারা ভাল কাজের আদেশ করবে, আর মন্দ কাজের নিষেধ করবে। আপনি সে দলটি আমার উম্মতের মধ্যে করুন। আল্লাহ বললেন, তারা হবে আহমাদের উম্মত। মূসা (আঃ) বললেন, প্রতিপালক! ফলকগুলিতে দেখলাম, এক সম্প্রদায় তারা শেষে আসবে। তাদের সৃষ্টি শেষে হবে। তারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে। প্রতিপালক! তাদেরকে আমার উম্মতের মধ্যে করুন। আল্লাহ বললেন,
তারা হবে আহমাদের উম্মত। মূসা বললেন, প্রতিপালক ফলকসমূহে এমন এক সম্প্রদায়ের কথা দেখলাম, যাদের অন্তরে ইঞ্জীল থাকবে। তারা সে কিতাব পড়বে। তাদের পূর্বের লোকেরা শুধু দেখে পড়ে মাত্র। তারা তা মুখস্থ করে না, বুঝেও না। আর আল্লাহ সেই সম্প্রদায়কে মুখস্থ করার শক্তি দিবেন যা পূর্বে আর কাউকে দেননি। আল্লাহ তুমি তাদেরকে আমার উম্মতের মধ্যে কর। আল্লাহ বললেন, তারা হবে আহমাদের উম্মত। মূসা বললেন, প্রতিপালক! ফলকে এক সম্প্রদায় দেখলাম তারা আগের সব কিতাবের প্রতি ঈমান আনবে। ভ্রান্ত দলের বিরুদ্ধে লড়াই করবে। এমনকি তারা দাজ্জালের সাথেও লড়াই করবে। আল্লাহ তুমি তাদেরকে আমার উম্মতের মধ্যে কর। আল্লাহ বললেন, তারা হবে আহমাদের উম্মত। মূসা বললেন, প্রতিপালক! ফলকসমূহে দেখলাম, এক সম্প্রদায়ের কথা, যারা তাদের ছাদাকা খেতে পারে। অথচ পূর্বের মানুষের ছাদাকা কবুল হলে তা আকাশের আগুনে খেয়ে নিত। আল্লাহ কবুল না করলে, তা হিংস্রপ্রাণী ও পাখি খেয়ে নিত। আর এ উম্মতের ধনীদের সম্পদগুলি গরীবদের মাঝে বণ্টন করা হবে। আল্লাহ তাদেরকে আমার উম্মতের মধ্যে কর। আল্লাহ বললেন, তারা আহমাদের উম্মত। মূসা বললেন, প্রতিপালক! আমি ফলকসমূহে দেখলাম, এমন এক উম্মত যারা নেকীর কাজের ইচ্ছা করলেই এক নেকী হয়, সেটা না করলেও। আর যদি করে তাহলে দশ নেকী লেখা হয়। তা দশ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। প্রতিপালক! তাদেরকে আমার উম্মতের মধ্যে কর। আল্লাহ বললেন, তারা আহমাদের উম্মত। মূসা বললেন, প্রতিপালক! ফলকসমূহে দেখলাম, এমন এক উম্মত যারা ক্বিয়ামতের মাঠে মানুষের জন্য সুপারিশ করবে। যাদের সুপারিশ কবুল করা হবে। আল্লাহ তুমি তাদেরকে আমার উম্মতের মধ্যে কর। আল্লাহ বললেন, তারা আহমাদের উম্মত। এ সময় আল্লাহর নবী মূসা (আঃ) ফলকগুলি ছুড়ে ফেললেন এবং বললেন, হে আল্লাহ! তুমি আমাকে মুহাম্মাদের উম্মতের অন্তর্ভুক্ত করে দাও। অথচ কুরআনের বাণী মূসা (আঃ) তার সম্প্রদায়ের উপর রাগ করে ফলকগুলি ফেলে দিয়েছিলেন। (এগুলো সব মিথ্যা, ভিত্তিহীন কাহিনী। ডঃ আবু সাহামা, মওযূ‘আত, পৃঃ ১৯৯-২০০) ।
আবারো বলছি লিখাটি কোথা থেকে কিভাবে এসেছে তা জানতে হলে এ সংক্রান্ত ভূমিকা সহ ১ পর্বটি পড়তে হবে ।
http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/2668/rashic/22332#.Ue4nv6w25r5
বিষয়: বিবিধ
২৪৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন