মানুষের আচরন নিয়ে আমার কিলবিল ভাবনা...
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৩ জুলাই, ২০১৩, ১২:৫২:৫০ দুপুর
আমার ধারনা দুষ্টু মানুষের মন ভাল হয়। গম্ভীর মানুষ অনেক ক্রিটিক্যাল ও প্যাচকি টাইপের হয়। অবশ্যই চিন্তাশীল মানুষ গম্ভীর হয়। সৎ চিন্তাশীলরা মানুষের সাথে প্যাচকিও কম করে। হু..হাহ... টাইপ মানুষ মিশুকও হয় বটে। চঞ্চল উচ্ছল মানুষের মনও ভাল হয়। যারা ন্যাচারালী এই চরিত্রের তাদের কথা বলছি। কিন্তু যারা উচ্ছলতার ভান ধরেন তারা কিন্তু অনেক ধুর্ত। আমি কোনভাবেই গাম্ভীর্যতাকে তাকওয়ার প্রতীক মনে করিনা। দুষ্টু প্রকৃতির উচ্ছল মানুষগুলোর ভূল করার রেসিওটা খারাপ না বরং হ্যান্ডসাম। এরা ভূল করে আবার সরি ফিল করে। অনেক গম্ভীর মানুষ ভূল কম করে আবার ভূল করলেও সহজে সরি ফিল করতে চায় না। হাসি খুশি টাইপ করে মিশলে হয় কি ..অধস্তনদের উপর কন্ট্রলিং কম হয়। অধস্তনরা অবচেতন মনে মনে করে "উনার (উচ্ছল লোক) কথা এত সিরিয়াসলি নেয়ার কি আছে...উনি তো আমাদের কাছের লোক"। গম্ভীর মানুষের কন্ট্রলিং ভাল হয়। আশপাশের লোক গম্ভীর ও কম কথা বলা মানুষকে ভয় পায় ও সমীহ করে। গম্ভীর মানুষ কম পপুলার তবে উচ্ছল মানুষ অনেক পপুলার। সহজ সরল মানুষ মানুষের ভালবাসা পায় কিন্তু দায়িত্বপূর্ন কাজের জন্যে মনোনীত হননা। তবে আমানতদার হিসেবে সহজ সরল মানুষ ভাল। তীক্ষ্ণ বুদ্ধিমান মানুষ দায়িত্বপূর্ন কাজের জন্যে মনোনীত হন। মেধাবী মানুষের উদ্ভাবনী ও বিশ্লেষনী শক্তি ভাল। অভিজ্ঞতা সম্পন্ন মানুষ পরিস্থিতি হ্যান্ডলিংয়ে ভাল। অসাধারন মেধাবী ও অভিজ্ঞ মানুষ জাতি ও বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্যে ভাল। ফিলোসোফার , প্লান মেকার , ক্রিয়েটিভ মানুষ ভূল করলে জাতি ও ধরনী বিপদ গ্রস্থ হয়। যোগ্যতা সম্পন্ন মানুষ কম আনুগত্য করে । যোগ্যতা সম্পন্ন মানুষদের আনুগত্য করার জন্যে বাধ্য করা বিপদ। তাদের কে নিজ আগ্রহে কাজ করার পরিবেশ করে দিতে হবে। যোগ্যতা সম্পন্ন মানুষকে আনুগত্য করানোর মধ্যে যোগ্যদের ইফিসিয়েন্সি কমে যায়। যা সব পক্ষের জন্যে ক্ষতি। সকল মানুষকে ইউনি যোগ্যতার মানুষ করার প্লান করা ভূল। যে যেটাতে আগ্রহ প্রকাশ করে তাকে ঐ দিকে ধাবিত করলে স্বতস্ফুর্ততা থাকে। সেবার জন্যে নেতৃত্বের কথা আমরা জানি। এক ব্যাংকের সিকিউরিটি গার্ড কমিশনার না কি চেয়ারম্যান হয়েছিল তার এলাকার কারন সে তার এলাকার মানুষের পাশে থাকত। শিখার ক্ষেত্রে বই পড়ার পাশাপাশি যারা ঠেকে ঠকে অভিজ্ঞতায় শিখে তারা অনেক হৃষ্টপুষ্ট। ভ্রমন মানুষের এনালাইটিক্যাল ক্যাপাবিলিটি বাড়ায়।
আজ থাক । আসি। আল্লাহ হাফিজ।
বিষয়: বিবিধ
২৪৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন