আল্লাহর তিনটি পছন্দনীয় কাজ
লিখেছেন লিখেছেন কোহিনূর ইসলাম সুমি ২৩ জুলাই, ২০১৩, ১২:৪১:০৪ দুপুর

আবু হুরায়রা (রা) থেকে বর্নিত। রাসুল (সা) বলেছেন,"আল্লাহ্ তাআলা ৩টি কাজ পছন্দ করেন এবং ৩টি কাজ অপছন্দ করেন। যে ৩টি কাজ পছন্দ করেন তা হল,(১) তার ইবাদাত করা,(২) তার সাথে কোন কিছুকেই শরীক না করা,(৩) আল্লাহ্র রজ্জুকে দলবদ্ধ হয়ে আঁকড়িয়ে ধরা, পরস্পর বিচ্ছিন্ন না হওয়া। আর যে ৩টি অপছন্দ করেন তা হল,(১) অতিরিক্ত বা অনর্থক কথা বলা,(২) প্রয়োজন ছাড়া কারো কাছে অধিক পরিমাণে হাত পাতা,(৩) সম্পদ ধ্বংস করা।"
[সহিহ মুসলিম-৬ষ্ঠ খণ্ড]
বিষয়: বিবিধ
১৪৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন