দেশ যাচ্ছে রসাতলে
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৫ জুন, ২০১৬, ০৯:৪৭:৪৬ রাত
দেশ যাচ্ছে রসাতলে
পারভীন সুলতানা
১৫/৬/২০১৬
আমরা সবাই সুন্দর সাদা মনের হতে ক্ষতি কি ?
মানুষ যদি হয় কুৎসিত মনের লজ্জা পাবো কি?
ফুল ফুটে হেসে বলে প্রান উজাড় করে ভালবাসি তোমাকে,
তুমি কেন দেহ মনে ভালবাসতে পার না তোমার প্রভুকে।
পরের ধন ছুরি করে সাধু করে কেমনে সাজ পবিত্র ,
নির্বাচনে সময় বলো ,আমার চরিত্র ফুলের মত পবিত্র।
মানুষ মার মানুষ হয়ে ,দেওদানব দেখে লজ্জায় মরে ,
বোন কে দিয়ে ধর্ষনের সেঞ্চুরী করে ,
উপাধি পেলো সোনার ছেলে দুষ্টামী করে না ।
কারবালার আহাজারি ঘরে ঘরে চলছে আজি ।
বাহাবা পাবা কদর হবে যত করবে চাঁদাবাজি ।
যাকাত দেবার লোকেরা যাকাত খেতে চায় ।
মিসকিন হলেও সন্মানের ভয়ে ভিক্ষা নাহি চায়।
কেউ জানে না বুঝে না দেশ যাচ্ছে রসাতলে
হারাম ধনের পাহড় গড়ে ,গাড়িবাড়ি হচ্ছে তলে তলে।
হালাল পথে চলতে গেলে বসদের মন পাওয়া বরদায়।
মৌলিক চাহিদার পুরন হচ্ছে না স্বামীরা আছেন বেকায়দায়।।
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন