১৪ তারিখের ব্লগ আয়োজনের সমালোচনামূলক পোস্ট
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৫ জুন, ২০১৬, ১০:১৩:২৭ রাত
আস সালামুআলাইকুম প্রিয় ব্লগবাসী,আশাকরি কুশলেই আছেন,যদিও তা প্রমানিত নয়। গতকাল রমজান উপলক্ষ্যে ব্লগ আয়োজনে ৩ জন ব্লগার তাদের লেখা পোস্ট করেছিলো কিন্তু ব্লগারদের উপস্থিতি সন্তোষজনক ছিলোনা। সম্ভবত ব্লগাররা রমজানে সংযম পালনের কারনে ব্লগে আসার ক্ষেত্রেও সংযমী হয়েছে।
গতকাল রমজান উপলক্ষ্যে পোস্ট করেছেন মো:ওহিদুল ইসলাম
http://www.bd-desh.net/blog/blogdetail/detail/1980/ohidul/77524#.V2F3-2Potp8
রমজানের গুরুত্ব,উদ্দেশ্য ও ফজিলত সম্পর্কে সংক্ষেপে তিনি সুন্নাহ থেকে কিছু বিষয় উপস্থাপন করেন। কিন্তু লোকজন সাধারনত কুরআন সুন্নাহ সংক্রান্ত পোস্ট তেমন পড়েনা। সম্ভবত তারা ফান পোস্ট বেশী পছন্দ করে। রমজান মাসে কুরআন সুন্নাহ সংক্রান্ত পোস্টে ব্যপক অংশগ্রহন না থাকায় আমি ব্যথীত ,তবে শয়তান ব্যপক খুশী।
যাইহোক আমাদের আরেকজন যোগ্য ব্লগার জনাবা মাহবুবা সুলতানা লায়লাও একটি পোস্ট করেন রমজান বিষয়ে
http://www.bd-desh.net/blog/blogdetail/detail/1729/mslaila/77530#.V2F7gGPotp8
উনার পোস্টেও ভিজিটর খরা হয়েছে। কারন উনিও রমজান উপলক্ষে লিখেছেন। অত্যন্ত চমৎকারভাবে উনি রমজানের আখিরাত সংক্রান্ত নিয়ামত বর্ণনার পাশাপাশি রোজা রাখলে দুনিয়াতে আমরা কিভাবে উপকৃত হতে পারি তা বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ বর্ণনা করেছেন । আমার মতে সবচেয়ে ভালো পোষ্ট ছিলো উনারটা এবং অত্যন্ত যত্নের সাথে ধৈর্য নিয়ে লিখেছেন। তারপরও ব্লগাররা এটা এড়িয়ে গেছে। "আমি কার খালুরে !" লিখে একটা পোস্ট দিলে ভিজিটর হাজার ছাড়িয়ে যায় কিন্তু রমজানের উপকারী পোষ্টে মানুষের খবর নেই।
ব্লগ আয়োজনে পুটির বাপ তার পুটিদের নিয়ে গল্পে গল্পে বাচ্চাদের জন্যে রোজা রাখার অনুপ্রেরনামূলক গল্প লিখেছে। এই পোষ্টে খাওয়া দাওয়ার কিছু আভাস থাকায় লোকজনেরও কিছু আনাগোনা দেখা গেছে।
http://www.bd-desh.net/blog/blogdetail/detail/4370/theslave/77528#.V2F9GWPotp8
এখানে উদ্দেশ্য ছিলো বাচ্চাদেরকে যেন বাচ্চাদের মতই ট্রিট করা হয় এবং ইসলামকে সুন্দর করে তাদের মত করে উপস্থাপন করা হয়। এতে তারা আনন্দের সাথে ইসলামের বিধান পালনে অভ্যস্ত হয়ে ওঠে। বয়স বাড়ার সাথে সাথে ইসলাম পরিপালনের আওতাও বাড়তে থাকে আর তারা অভ্যস্ত হয়ে ওঠে। একটি সুন্দর সন্তান মানে সুন্দর সমাজ গড়ার উপকরন।
ব্লগ আয়োজনের প্রধান আয়োজন জনাবা সিস্টার সন্ধ্যাতারা আকাশ থেকে না নামার কারনে কোনো পোস্টে মন্তব্য করেননি। জাতি চাতকের মত চেয়ে আছে আকাশ পানে,কখন উনি নামবেন ,সে আশায়!!!
সবশেষে বলতে চাই একেবারে সফল হয়নি তা বলা যাচ্ছেনা। যতটুকু হয়েছে,আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খায়রান ওহিদুল ইসলাম ভাই এবং মাহবুবা সুলতানা লায়লা।
ঘুম থেকে উঠে আমার আসলে লিখতে ভালো লাগছে না তাই অগোছালো এলোমেলো লিখলাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেইখেন....
সামনে ২০ তারিখে আবার কিছু বিষয় নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ এবার অনেক ব্লগারের অংশগ্রহন আশা করছি।
বিষয়: বিবিধ
১৫১৬ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে ।
এক ঢিলে দুই পাখি, পোস্ট ও হলো আর আমার পীরের কারামতিও বাড়লো।
রমাজানের ব্লগ এখন পড়লাম ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন