১৪ তারিখের ব্লগ আয়োজনের সমালোচনামূলক পোস্ট

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৫ জুন, ২০১৬, ১০:১৩:২৭ রাত

আস সালামুআলাইকুম প্রিয় ব্লগবাসী,আশাকরি কুশলেই আছেন,যদিও তা প্রমানিত নয়। গতকাল রমজান উপলক্ষ্যে ব্লগ আয়োজনে ৩ জন ব্লগার তাদের লেখা পোস্ট করেছিলো কিন্তু ব্লগারদের উপস্থিতি সন্তোষজনক ছিলোনা। সম্ভবত ব্লগাররা রমজানে সংযম পালনের কারনে ব্লগে আসার ক্ষেত্রেও সংযমী হয়েছে।

গতকাল রমজান উপলক্ষ্যে পোস্ট করেছেন মো:ওহিদুল ইসলাম

http://www.bd-desh.net/blog/blogdetail/detail/1980/ohidul/77524#.V2F3-2Potp8

রমজানের গুরুত্ব,উদ্দেশ্য ও ফজিলত সম্পর্কে সংক্ষেপে তিনি সুন্নাহ থেকে কিছু বিষয় উপস্থাপন করেন। কিন্তু লোকজন সাধারনত কুরআন সুন্নাহ সংক্রান্ত পোস্ট তেমন পড়েনা। সম্ভবত তারা ফান পোস্ট বেশী পছন্দ করে। রমজান মাসে কুরআন সুন্নাহ সংক্রান্ত পোস্টে ব্যপক অংশগ্রহন না থাকায় আমি ব্যথীত ,তবে শয়তান ব্যপক খুশী।

যাইহোক আমাদের আরেকজন যোগ্য ব্লগার জনাবা মাহবুবা সুলতানা লায়লাও একটি পোস্ট করেন রমজান বিষয়ে

http://www.bd-desh.net/blog/blogdetail/detail/1729/mslaila/77530#.V2F7gGPotp8

উনার পোস্টেও ভিজিটর খরা হয়েছে। কারন উনিও রমজান উপলক্ষে লিখেছেন। অত্যন্ত চমৎকারভাবে উনি রমজানের আখিরাত সংক্রান্ত নিয়ামত বর্ণনার পাশাপাশি রোজা রাখলে দুনিয়াতে আমরা কিভাবে উপকৃত হতে পারি তা বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ বর্ণনা করেছেন । আমার মতে সবচেয়ে ভালো পোষ্ট ছিলো উনারটা এবং অত্যন্ত যত্নের সাথে ধৈর্য নিয়ে লিখেছেন। তারপরও ব্লগাররা এটা এড়িয়ে গেছে। "আমি কার খালুরে !" লিখে একটা পোস্ট দিলে ভিজিটর হাজার ছাড়িয়ে যায় কিন্তু রমজানের উপকারী পোষ্টে মানুষের খবর নেই।

ব্লগ আয়োজনে পুটির বাপ তার পুটিদের নিয়ে গল্পে গল্পে বাচ্চাদের জন্যে রোজা রাখার অনুপ্রেরনামূলক গল্প লিখেছে। এই পোষ্টে খাওয়া দাওয়ার কিছু আভাস থাকায় লোকজনেরও কিছু আনাগোনা দেখা গেছে।

http://www.bd-desh.net/blog/blogdetail/detail/4370/theslave/77528#.V2F9GWPotp8

এখানে উদ্দেশ্য ছিলো বাচ্চাদেরকে যেন বাচ্চাদের মতই ট্রিট করা হয় এবং ইসলামকে সুন্দর করে তাদের মত করে উপস্থাপন করা হয়। এতে তারা আনন্দের সাথে ইসলামের বিধান পালনে অভ্যস্ত হয়ে ওঠে। বয়স বাড়ার সাথে সাথে ইসলাম পরিপালনের আওতাও বাড়তে থাকে আর তারা অভ্যস্ত হয়ে ওঠে। একটি সুন্দর সন্তান মানে সুন্দর সমাজ গড়ার উপকরন।

ব্লগ আয়োজনের প্রধান আয়োজন জনাবা সিস্টার সন্ধ্যাতারা আকাশ থেকে না নামার কারনে কোনো পোস্টে মন্তব্য করেননি। জাতি চাতকের মত চেয়ে আছে আকাশ পানে,কখন উনি নামবেন ,সে আশায়!!!

সবশেষে বলতে চাই একেবারে সফল হয়নি তা বলা যাচ্ছেনা। যতটুকু হয়েছে,আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খায়রান ওহিদুল ইসলাম ভাই এবং মাহবুবা সুলতানা লায়লা।

ঘুম থেকে উঠে আমার আসলে লিখতে ভালো লাগছে না তাই অগোছালো এলোমেলো লিখলাম Happy ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেইখেন....

সামনে ২০ তারিখে আবার কিছু বিষয় নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ Happy এবার অনেক ব্লগারের অংশগ্রহন আশা করছি।

বিষয়: বিবিধ

১৫১৬ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372086
১৫ জুন ২০১৬ রাত ১০:৫৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খেয়ে আসছি..............
১৬ জুন ২০১৬ রাত ১২:৪৮
308870
আবু জান্নাত লিখেছেন : ঘুমিয়ে ঘুমিয়েও ভালো লিখেছেন। শুকরিয়া।

১৬ জুন ২০১৬ রাত ০১:০৪
308871
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান জনাব। Happy ওয়া আলাইকুম আস সালাম
372095
১৬ জুন ২০১৬ রাত ০২:৪৯
আফরা লিখেছেন : কারো সমালোচনা করার আগে নিজেরটা করা উচিত ব্লগার দ্য স্লেভ । আপনি লিখেন ভাল তবে অন্যের পোষ্ট আপনার নজরে আসে কম ।

ধন্যবাদ আপনাকে ।
১৬ জুন ২০১৬ সকাল ১১:০৭
308925
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার মন্তব্য একটু কড়া ভাষায় হয়েছে মনে হয় বোন @ আফরা..
১৬ জুন ২০১৬ দুপুর ১২:০১
308934
দ্য স্লেভ লিখেছেন : হুমম কথা কড়া হলেও খারাপ বলেননি। আমি আমার সমালোচনাও করি। পুটির বাপ লোক খারাপ না, সমালোচনা কম করেন Happy
372096
১৬ জুন ২০১৬ রাত ০২:৫৫
শেখের পোলা লিখেছেন : রোজা অবশ্যই আমাদের সংযম শিক্ষা দেয়। তাই আমাদের অবশ্যই সকল বিষয়ে সংযমী হওয়া উচিৎ। এমনিতেই ব্লগারদের রোজায় হয়ত বাড়তি কিছু ঝামেলার কারণে অনেকেই সময়মত হাজির হতে পারেনা। তবে আশার কথা অনেক নতুন মুখের দেখা পাওয়া যাচ্ছে যদিও লেখা দিলেও অন্যের অন্যের লেখায় উপস্থিতি কম আছে। হয়ত তারা বোঝেনা। আসুন আমরা ধৈর্য ধরি। ধন্যবাদ।
১৬ জুন ২০১৬ দুপুর ১২:০২
308935
দ্য স্লেভ লিখেছেন : ঠিক বলেছেন যুবক চাচাভাই Happy
372099
১৬ জুন ২০১৬ রাত ০২:৫৯
সাদিয়া মুকিম লিখেছেন : আমিও লিখেছি কিন্তু Happy
১৬ জুন ২০১৬ দুপুর ১২:০২
308936
দ্য স্লেভ লিখেছেন : আপনার লেখা তো দেখিনি HappyCrying Crying Crying Crying
১৬ জুন ২০১৬ দুপুর ১২:০৮
308942
গাজী সালাউদ্দিন লিখেছেন : চোখ থেকে চশমা নামান। আশা করা যায় দেখবেন
372100
১৬ জুন ২০১৬ রাত ০৩:১৬
কুয়েত থেকে লিখেছেন : ভাই গতকাল অফিসে আসার পথে গাড়ী রাস্থায় খারাব হয়ে গেয়েছিলো আর অফিসেই আসা হয়নি ক্রেনে করেই গাড়ী গেরেজে নিতে হয়েছে। তাই কাল হাদিসের উপর আমার লেখাটি পোষ্ট করতে পারি নাই বলে দুঃখিত। আজ খুব তাড়া হুড়া করেই লেখাটির পোষ্ট করলাম জানিনা কবুল হলো কিনা আপনাকে ধন্যবাদ
১৬ জুন ২০১৬ দুপুর ১২:০৪
308937
দ্য স্লেভ লিখেছেন : আমি কেবল বাসায় ফিরলাম। দেখব এখন আপনার লেখাটা Happy
372103
১৬ জুন ২০১৬ রাত ০৩:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার সর্বশেষ পোস্ট না দেখার কারণে আপনি একটু গোলমাল পাকিয়ে ফেলেছেন ভাইটি আমার!!!!!
১৬ জুন ২০১৬ দুপুর ১২:০৪
308938
দ্য স্লেভ লিখেছেন : হুমম তা হবে Happy
372119
১৬ জুন ২০১৬ সকাল ০৬:১৭
জ্ঞানের কথা লিখেছেন : জুমআতুল বিদআ নিয়ে লেখার মতো কিছু নাই তাই ট্রপিক চেঞ্জ করে আমি কারামত নিয়েছিলাম।
এক ঢিলে দুই পাখি, পোস্ট ও হলো আর আমার পীরের কারামতিও বাড়লো।
১৬ জুন ২০১৬ সকাল ০৬:২৪
308909
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার পোস্ট দেখেছি জনাব।
১৬ জুন ২০১৬ দুপুর ১২:০৫
308939
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ,,আপনি লোক ভালো...
372121
১৬ জুন ২০১৬ সকাল ০৬:২৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহর দাস, ৩ য় পর্বে মোট নয়টি লেখা পরিবেশিত হয়েছে।
১৬ জুন ২০১৬ দুপুর ১২:০৬
308940
দ্য স্লেভ লিখেছেন : কেউ পোস্ট দেওয়ার সময় মনে হয় এটা লিখেনি যে..ব্লগ আয়োজন,,যার কারনে বুঝতে পারিনি...Happy
372131
১৬ জুন ২০১৬ সকাল ১১:০৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার সাথে একমত। অবশ্য নিজের দুবৃলতা ও অক্ষমতাকে স্বীকার করে নিচ্ছি। ধন্যবাদ..
১৬ জুন ২০১৬ দুপুর ১২:০৭
308941
দ্য স্লেভ লিখেছেন : আপনার দূর্বলতা গ্রহনযোগ্য হবেনা। কারন আপনার লেখা আমাদের মত নয়। আপনি অনেক মশলাযুক্ত লেখা লেখেন চমৎকার... Happy
১৬ জুন ২০১৬ দুপুর ১২:২০
308947
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অতি ব্যস্ততার জন্য লেখায় সময় কম দিতে পারি। ইচ্ছে হয় তো সারাক্ষণ লেখালিখি করি।Waiting Waiting
১০
372169
১৬ জুন ২০১৬ বিকাল ০৪:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি কিন্তু মিস করি নাই একটাও!!! আপনি এইবার আমেরিকায় ইফতারি বিষয়ক একটা পোষ্ট দেন। আর সন্ধ্যা তারা আপা কিন্তু ক্ষেপে গেছেন!!
১৬ জুন ২০১৬ রাত ১০:৩২
309012
দ্য স্লেভ লিখেছেন : হ্যা দেব। ইনশাআল্লাহ। কেন ক্ষেপে গেল কেন ?/
১১
372174
১৬ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৩৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু! রমাদ্বানের ব্লগ আয়োজন নিয়ে লিখার জন্য যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে, আমার মনে হয় কয়েকজন সমায়িক সমস্যা বাদে বাকি সবাই সে বিষয় নিয়ে লিখেছে। হয়তো সবার পোস্ট সময় এক ছিলনা বা কেউ পোস্ট করে ব্লগীং করেছেন আর কেউ কেউ সেটাতে সময় দিতে পারেন নি। যাই হোক; ভুল বুঝাবুঝির অবসান হোক, আর আগামি পর্বে যে যার দায়িত্ব পালনে ব্রত হোক যেন আগামি পর্বে সকলের সরব উপস্থিতি পাওয়া যায়। আল্লাহ কবুল করুন প্রত্যেকের রমাদ্বান আয়োজনে একে অপরকে নেকের কাজে উৎসাহিত লেখাগুলো। হে আল্লাহ আমাদের মাঝে ঐক্যতা সৃষ্টি করে দাও যেন সকলে ঐক্যবদ্ধভাবে নেকের কাজে প্রতিযোগীতা করে আগে বাড়তে পারি। আমিন।
১৬ জুন ২০১৬ রাত ১০:৩৩
309013
দ্য স্লেভ লিখেছেন : হ্যা সমস্যা হয়েছে সময় নিয়ে। সকলে ভিন্ন ভিন্ন সময়ে পোস্ট দেওয়ায় আমি বুঝতে পারিনি।
১২
381441
২৪ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:৫৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : পারিপার্শিক এবং বাস্তবতার কারনে ব্লগে একদম উপস্থিত থাকিনা বললেই চলে
রমাজানের ব্লগ এখন পড়লাম ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ জানুয়ারি ২০১৭ সকাল ১১:৩৮
315522
দ্য স্লেভ লিখেছেন : যদিও পরে এসেছেন,তাও জাজাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File