## মেমোরিকার্ড হচ্ছে ডেমেইজ,মোর যে বৃদ্ধএইজ ।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৫ এপ্রিল, ২০১৬, ০২:১৯:৫৯ রাত
পারভীন সুলতানা
২/৪/২০১৬
## ব্রেইন অসুস্থ্য তাই মেমোরিকার্ড হচ্ছে ডেমেইজ,
ক্ষতি হচ্ছে নাকি লাভ?জানিনা মোর যে বৃদ্ধএইজ ।
## করা কাজ ভুলে আবার করছি
আল্লাহর ভয়ে মন দিয়ে চেষ্টা করছি।
## আল্লাহর দাসত্ব করার মাঝে মাঝে
ঈমানী পরীক্ষা আসে মানুষ থেকে মাঝেসাঝে।
## পাওয়া নীলাভ কষ্ট ব্যাথা ভুলে যাই।
উজাড় করে ভালোবাসা দিয়ে যেতে চাই।
## বুক ভরা মায়া মমতা নিয়ে,
সবার পাশে দাড়াই সাহস নিয়ে।
## স্বার্থ বিহীন করে যাই প্রিয়জনে,
কিযে আনন্দ লাগে এই ভোলা মনে।
## ভোলা মনে সবাইকে ক্ষমা করে দেই ,
অসুস্থ্য মাথায় করা ভুলের ক্ষমা চেয়ে নেই ।
## সাম্য মৈত্রী বন্ধুত্বের হাতটি বাড়াই তাড়াতাড়ি।
ভুল ত্রুটি কৃতকর্মের জন্য শুনান বোকাপাগলী বুড়ি।
## কই গেলিরে আমার সব নাতি পুতি
ঝড় বৃষ্টিতে আয়না তুলে ধরতে ছাতি।
বিষয়: বিবিধ
১০৬৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বৃদ্ধ বয়সেও তার আনুগত্য করার তাওফীক দান করুক। আমীন।
দোয়া করি...
মন্তব্য করতে লগইন করুন