## মেমোরিকার্ড হচ্ছে ডেমেইজ,মোর যে বৃদ্ধএইজ ।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৫ এপ্রিল, ২০১৬, ০২:১৯:৫৯ রাত



পারভীন সুলতানা

২/৪/২০১৬

## ব্রেইন অসুস্থ্য তাই মেমোরিকার্ড হচ্ছে ডেমেইজ,

ক্ষতি হচ্ছে নাকি লাভ?জানিনা মোর যে বৃদ্ধএইজ ।

## করা কাজ ভুলে আবার করছি

আল্লাহর ভয়ে মন দিয়ে চেষ্টা করছি।

## আল্লাহর দাসত্ব করার মাঝে মাঝে

ঈমানী পরীক্ষা আসে মানুষ থেকে মাঝেসাঝে।

## পাওয়া নীলাভ কষ্ট ব্যাথা ভুলে যাই।

উজাড় করে ভালোবাসা দিয়ে যেতে চাই।

## বুক ভরা মায়া মমতা নিয়ে,

সবার পাশে দাড়াই সাহস নিয়ে।

## স্বার্থ বিহীন করে যাই প্রিয়জনে,

কিযে আনন্দ লাগে এই ভোলা মনে।

## ভোলা মনে সবাইকে ক্ষমা করে দেই ,

অসুস্থ্য মাথায় করা ভুলের ক্ষমা চেয়ে নেই ।

## সাম্য মৈত্রী বন্ধুত্বের হাতটি বাড়াই তাড়াতাড়ি।

ভুল ত্রুটি কৃতকর্মের জন্য শুনান বোকাপাগলী বুড়ি।

## কই গেলিরে আমার সব নাতি পুতি

ঝড় বৃষ্টিতে আয়না তুলে ধরতে ছাতি।

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364649
০৫ এপ্রিল ২০১৬ সকাল ০৭:৫২
কুয়েত থেকে লিখেছেন : السلام عليكم ورحمة الله وبركاته ভালো লাগলো ধন্যবাদ
364656
০৫ এপ্রিল ২০১৬ সকাল ১০:১৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমার নানীর কথা মনে করিয়ে দিলেন।নানীকে তো আপুই ডাকা হত আপনাকেও আপু ডাকি। নানীজান যদি জীবিত থাকতেন!! আমার নানা নানী এত পরিমান পরহেজগার ব্যক্তি ছিলেন বলার বাইরে আমি অবাক হতাম মাঝে মাঝে।সেই বুড়ো বয়সেও কোনদিন তাহাজ্জুত বাদ দিতেননা, নিয়মিত রোজা রাখতেন। আমি দাদা দাদিকে পাইনি তাই নানা নানীর কাছে আমার আদরটা ছিল অন্যদের চেয়ে বেশি । নানীর মৃত্যু সংবাদ এল আমি তখন হাসপাতালের বেডে সার্জারির যন্ত্রনায় কাতরাচ্ছি তার মাঝেই শুনলাম নানীজান নেই। অনেক দুরের পথ খুলনা তাই আমাকে রেখেই আব্বু আম্মু গেলেন।
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৮
302543
আবু জান্নাত লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Crying Crying Crying
364668
০৫ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
364672
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ সবাই যেন আপনার মতো ক্ষমা করতে ও ক্ষমা চেয়ে নিতে পারে। দোয়া করবেন আমাদের জন্য।
364696
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সব কিছুরই একদিন শেষ আছে। শেষ হওয়ার আগে এভাবে সবাই দূর্বল হয়ে পড়ে। প্রখর সূর্য থেকে বাঘ সিংহ পর্যন্ত সবারই এমন হয়।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বৃদ্ধ বয়সেও তার আনুগত্য করার তাওফীক দান করুক। আমীন।
364754
০৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

## স্বার্থ বিহীন করে যাই প্রিয়জনে,
কিযে আনন্দ লাগে এই ভোলা মনে।
## ভোলা মনে সবাইকে ক্ষমা করে দেই ,
অসুস্থ্য মাথায় করা ভুলের ক্ষমা চেয়ে নেই ।

দোয়া করি... Praying Praying Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File