●অভিনন্দন●
লিখেছেন লিখেছেন মুহাঃ মাসউদুল হাসান মামুন ০৫ এপ্রিল, ২০১৬, ০৮:১৭:১০ সকাল
☞ টুডে ব্লগ এর সকল ব্লগার ও ভিজিটরদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। টুডে ব্লগে লেখার সুযোগ করে দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি।
আর সাহায্য কামনা একমাত্র মহান আল্লাহর নিকট। তিনি যেন আমার মেধা ও যোগ্যতাকে আরো বাড়িয়ে দেন। কেননা এ ব্লগে অসংখ্য ব্লগার আছে যাদের ধারে কাছে যাওয়ার নূন্যতম যোগ্যতা আমার নেই। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাকে একেবারেই যোগ্যতাহীন ও মেধাহীন করেননি। অন্তত ভালে-মন্দ বিচার বিবেচনা করার যোগ্যতা টুকু দিয়েছেন।
যেহেতু আমি ব্লগে একেবারেই নতুন তাই, আপনাদের পরামর্শ আমার আমাকে খুবই উপকৃত করবে। সকলকে আবারো মুবারক.........
বিষয়: বিবিধ
৯১২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিয়া ভাই, নিজের ইচ্ছা মত লিখে যান তবে নীতিমালা মনে রাখবেন৷ আমার ব্যক্তিগত অনুরোধ আল্লাহ রসুল বা কোন ব্যক্তিবা ধর্মের বিরুদ্ধে লিখবেন না৷ ধন্যবাদ৷
আমরা সঙ্গেই আছি.
মন্তব্য করতে লগইন করুন