কোথায় শান্তি?
লিখেছেন লিখেছেন ছোট ভাই ০৫ এপ্রিল, ২০১৬, ০১:০০:০৬ রাত
শান্তি সবাই খুজে। তবে শান্তি কোথায়? অনেকেই জানি না।
প্রকৃত শান্তি রয়েছে নামাজে
প্রকৃত শান্তি রয়েছে কুরআন তিলাওয়াতে
প্রকৃত শান্তি রয়েছে সমাজের সেবাতে
প্রকৃত শান্তি রয়েছে অন্যের ভাল কামনাতে
প্রকৃত শান্তি রয়েছে নিজের মনকে সাদা করে রাখাতে
প্রকৃত শান্তি রয়েছে নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকাতে
প্রকৃত শান্তি রয়েছে পরিবারের সবার সাথে হাসি খুশিতে দিন কাটানোতে
প্রকৃত শান্তি রয়েছে একমাত্র আল্লাহ তায়ালার আদেশ ও নিধেশ মেনে চলাতে।
বিষয়: বিবিধ
৮৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন