জীবন সংগ্রামে ইসলামকে প্রথমে রাখব
লিখেছেন লিখেছেন ছোট ভাই ০৯ এপ্রিল, ২০১৬, ১১:২২:৪২ রাত
আমাদেরকে বেচে থাকতে অনেক রকম সংগ্রাম করেই চলতে হবে। তবে জীবন সংগ্রামে আমাদেরকে সব চেয়ে প্রথমে যে বিষয়টির কথা লক্ষ্য রাখব তা হল আমাদের দীন বা জিবন বিধান ইসলামকে।
কারো যখন সুখের সময় অতিবাহিত হবে, তখন ইসলামের বানীকে স্মরণ রাখতে হবে, তখন আমাদেরকে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করতে হবে। আর যখন বিপদে পতিত হব, তখনও ইসলামের বানীতে স্মরণে রাখতে হবে, তখন আমাদেরকে আল্লাহর নিকট সেটা থেকে উত্তরনের জন্য প্রার্থনা কামনা করে ধৈর্য ধারন করতে হবে।
তাই আমরা যে সর্বদায় ইসলামকে সামনে রেখেই জীবন যাপন করতে পারি, সেই চেষ্টাই করতে হবে।
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১। আপনার রব কে?
২। আপনার দ্বীন কি ?
৩। আপনার নবী কে?
আল্লাহ তা’আলা আমাদের সকলকে সঠিকভাবে দ্বীন পালনের তাওফিক দান করুন। আমীন
অনেক ধন্যবাদ আপনাকে
আজই প্রথম খোলা হয় আমার মন্তব্যের দরজা।
আপনাকে অনেক ধন্যবাদ।
আশা করি বন্ধু হিসেবে গ্রহণ করবেন।
অনেক ধন্যবাদ আপনাকে
ভাল বলেছেন!
১৩ দিনে ১৯ পোস্ট, কিন্তু মন্তব্য বা জবাব নেই- এটা ভালো লক্ষণ নয়! অন্যের পোস্ট পড়া ও মন্তব্য করা উচিত!
পোস্ট লিখেছেনঃ ১৯ টি
মন্তব্য করেছেনঃ ০ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ২৫৪ বার
ব্লগে আছেনঃ ১৩ দিন
আজই প্রথম আমি মন্তব্য করার অপসনটি পেলাম। অর্থাৎ এর আগে মন্তব্য করার সুযোগই পাইনি।
আজই প্রথম খোলা হয় আমার মন্তব্যের দরজা।
আপনাকে অনেক ধন্যবাদ।
দোয়া করি/চাই! জাযাকাল্লাহ..
আজই প্রথম আমি মন্তব্য করার অপসনটি পেলাম। অর্থাৎ এর আগে মন্তব্য করার সুযোগই পাইনি।
আজই প্রথম খোলা হয় আমার মন্তব্যের দরজা।
আপনাকে অনেক ধন্যবাদ।
দোয়া করি/চাই!
জাযাকাল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন