রাজকন্যা থেকে রাজরানী হল আমার মা

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৬ জুলাই, ২০১৫, ০৫:২৫:৪৯ বিকাল

রাজকন্যা থেকে রাজরানী হল আমার মা

পারভীন সুলতানা

২৫-০৫-২০১৫

রমজানের বাঁকা চাঁদে পালকি চড়ে,

মা এল ঈদের হাসি আনন্দের বন্যা নিয়ে,

মা ,মনে হচ্ছে একটূ খানি স্বপনে দেখা দিলে,

মা অতৃপ্ত ভাসনা রেখে তুমি কেন বিদায় নিলে?

প্রানপাখি টা ব্যাকুল ভাবছে মা কে নিয়ে।

সারা বাড়ি ভরে মায়ের স্মৃতি,

ফুলধানীর সাজা্নো ফুলে মা্যের স্মৃতি,

মায়ের কোমল হাতের পরশমাখা সকল স্মৃতি,

দেহখানি নানান রং এ সাজিয়ে দিলে,

অতুলনীয় মায়ামমতা ভালবাসায় মনভরালে।।

মায়ের পাগল পারা হৃদয় টানে উতাল করে,

মা কোথায় উড়াল দিলে হিয়াটারে শুন্য করে,

মনের সকল গোপন কথা মাকে বলে দিয়েছি,

মায়ের প্রেরনাদায়ক সকল কথা মনে রেখেছি,

বলনা মা, আমার বুকে আসবে আবার কবে?

রাজকন্যা থেকে রাজরানী হল আমার মা

বাবার মনের ময়্যুরসিংহাসনের রাজরানী হল মা,

সবার হৃদয়ে ভালবাসার আলো ছড়িয়ে দিল মা,

মিষ্টি হাসি হেসে সবার হৃদয় রাজ্য জয় করল মা,

যাবার বেলায় পিছনে ফিরে ফিরে দেখল সবারে মা,

মাগো,নয়নের জলে সেই দৃশ্য ভেসে উঠল সারাদিন,

দিনের শুরু চুমু খেয়ে সালাম দিয়ে করত প্রতিদিন,

মায়ের মত কোপালে চুমু দেবে না আর কেউ প্রতিদিন,

মাকে বিদায় দিয়ে অঝোর ধারায় কান্দছি আজ সারাদিন,

হেপ্রভু! তুমি ,আমার মাকে জান্নাতী সুখে রেখো প্রতিদিন।।

(মা্কে (বড় বৌ মাকে) ঈদের পরে বাবা মার কাছে পাঠানোর পরের অনুভুতি) —

বিষয়: বিবিধ

৯৮৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331718
২৬ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪২
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
331728
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
331845
২৭ জুলাই ২০১৫ রাত ১২:১৭
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ আপু ।
331863
২৭ জুলাই ২০১৫ রাত ০১:৩০
সত্যলিখন লিখেছেন : অনেক ধন্যবাদ
331865
২৭ জুলাই ২০১৫ রাত ০১:৩১
সত্যলিখন লিখেছেন : অনেক ধন্যবাদ
331866
২৭ জুলাই ২০১৫ রাত ০১:৩২
সত্যলিখন লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File