সান্তনা

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৬ জুলাই, ২০১৫, ০৫:৩৪:৪৮ বিকাল

কাল রাতে সিলেটে ফিরলাম জয়ন্তিকায় করে। পেইন+প্যারা পুরো জার্নিতে। অসুস্থ রেলমন্ত্রীর মতো ট্রেনও অসুস্থ হয়ে গেছে। শুরুতেই বলে দিলে আর কে এতক্ষন বসে থাকে! কিন্তু স্টেশন স্টাফদের ডিপলোমেটিক জবাবে আটকে থাকলাম, এই তো আরেকটু পড়েই ছাড়বে ট্রেন! একটু একটু করতেই সাড়ে তিন ঘন্টা লেট! এরপরে বসলাম যার পাশে ইয়া মোটকু মামা! দেড়সিট ওনার দখলে আর অর্ধেকটাতে কোনমতে চেপেচুপে বসলাম। যেমন উনি দেখতে তেমন উনি খানও! শুরু করলেন টাইগার দিয়ে; এরপর একে একে বাদাম, ঝালমুড়ি, পেয়ারা (২টি), চানাচুর, সিদ্ধডিম (২বারে ৪টি), চা, চিপস, কাটলেট (ট্রেনের স্টাফরা এটাকে নাস্তা বলে), মিরিন্ডা ৫০০ মিলি, এনার্জি-প্লাস বিস্কুট--মোটকু মামার খাবারের বহর দেখে আমার আর ক্ষুধা লাগলো না। ওরে বাপরে! এমন খাদকও এখন আছে!

আমি সাধারণত জার্নিতে চুপ থাকি না, কিন্তু ওনার খাওয়ার বাহার দেখে টাসকি লেগে গেল! পুরো জার্নিতে দুইবার কথা হলো, একবার আমি তাকে চা অফার করলাম, উনি 'হুম' করলেন! আরেকবার উনি বললেন, 'আর পারছি না, একটু টয়লেটে যাবো!' আমি বের হয়ে জায়গা করে দিলাম। আমি দেখলাম ওনার সিটটা দেবে গেছে, মিনিট পাঁচেক পড়ে উনি আবার আসলেন--আমি দাঁড়িয়ে রইলাম। কুলাউড়া পার হবার পর আমার দুজন ছাত্র পেলাম। নানান বিষয়ে কথা বলতে বলতে আমরা সিলেটে পৌছলাম। ওরা আমাকে বাসা পর্যন্ত পৌছে দিলো।

শুরুটা বোরিং হলেও শেষটা বেশ ভালো কাটলো! মনে মনে সান্তনা খুঁজলাম, 'সব ভালো যার শেষ ভালো'।

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331730
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষের খাবারের দিকে নজর দেন কেন????
এই টা নিয়া নৃতাত্বিক গবেষনা করবেন নাকি।
২৭ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৪
274121
সুমন আখন্দ লিখেছেন : Crying গেলো
331738
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জার্নি তাহলে ভালই হলো বুঝা গেলো
২৭ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৪
274122
সুমন আখন্দ লিখেছেন : ভালই হলো Tongue
331753
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ছাত্র জীবনে বহুবার ট্রেনে চেপে ঢাকা-সিলেট যেতে হয়েছে। একদা রাত্রের ট্রেনে এক পেটুকের পাশে বসেছিলাম, যে ষ্টেশনে থাকে সেখান থেকেই সেদ্ধ ডিম খায়। কুমিল্লা পর্যন্ত কোনভাবে চলছিল তারপর তার উদরস্ত বায়ুর দুগর্ন্ধে ট্রেনের কক্ষে মাতম উঠে। আমি ছোট মানুষ অত্যাচার সহ্য করেছি, প্রমান করতে ব্যর্থ হয়েছি যে, আপনার গুহ্যদ্বার দিয়ে পরিবেশ বিপর্যয়কারী গ্যাস বের হচ্ছে অতএর ডিম খাওয়া বন্ধ করুন। ধন্যবাদ
২৭ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৪
274123
সুমন আখন্দ লিখেছেন : Rolling on the Floor <:-P
331761
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। যাক শেষেত সান্তনা পেলেন । ভাবছিলাম উনার খাওয়া দেখে আপনার বদ হজম হয় কিনা।
331901
২৭ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৬
সুমন আখন্দ লিখেছেন : ওআলাইকুমসালাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File