সাঈদীর ছেলে শামীমের বিরুদ্ধে রিমান্ড আবেদন
লিখেছেন লিখেছেন মেজর জলিল ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৩০:২৭ দুপুর
মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে শামীম বিন সাঈদীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
রাজধানীর মতিঝিল থানার পুলিশের দায়িত্বে বাধা ও বিষ্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত এ রিমান্ডের আবেদন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানা পুলিশের এসআই কবির আসামিকে মঙ্গলবার আদালতে পাঠিয়ে ৫৩(১)১৩ মামলায় এ রিমান্ডের আবেদন করেন।
বিকেল ৩টা নাগাদ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আদালত সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সোমবার গোয়েন্দা পুলিশের একটি দল উত্তরার ৪ নম্বর সেক্টরের নন্দন সুপার সপের সামনে থেকে তাকে আটক করে।
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদী বর্তমানে কারাগারে আটক রয়েছেন। তার মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, সাঈদীর তিন ছেলের মধ্যে শামীম সাঈদী দ্বিতীয়। বড় ছেলে ২০১২ সালে ট্রাইব্যুনালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন