যেই আন্দোলন গরম পানি কিংবা পিপার স্প্রেকে ভয় পায় তাকে জাগরণ না বলে যাত্রাপালা বললে কি মানবতা বিরোধী অপরাধ হবে?
লিখেছেন লিখেছেন আল আমিন ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:০৫:০৬ দুপুর
আমাদের দেশে গ্রাম-গংজে বিভিন্ন সময় মেলা উরশ ইত্যাদি ইসলাম বহির্ভূত অনুষ্ঠান হয়ে থাকে।বাংলাদেশের যখন যে অঞ্ছলে এই ধরনের মেলা ও যাত্রাপালার আয়োজন করা হয় তখন সেই অঞ্ছলের বাসিন্দারা যেখানেই বসবাস করুক না কেন তারা সে সময় তাদের গ্রামের বাড়ীতে যায়।এই যাত্রাপালা দেখার জন্য তাদের আলাদা বাজেট ও সময় নির্ধারণ করা থাকে।এতে তাদের সময় ও অর্থ উভয়েই নষ্ট হয়।সেই একই যাত্রাপালার মতো অনুষ্ঠান যখন নিজের ঘরের সামনে কাজ শেষে বিনামুল্যে খাবার দাবার সহ পাওয়া যাচ্ছে সেই সাথে নেই বাস ট্রেন বা লঞ্চে ঝক্কি যামেলা পোহাবার।বাড়তি হিসেবে পাওয়া যাচ্ছে বুকের ভিতরে জমে থাকা প্রকৃত যুদ্ধাপরাধী জন্য ঘৃনা প্রকাশ করে বুকের কষ্টটাকে কিছুটা লাঘব করার সুযোগ।এটাই কি আমাদের কষ্ট লাঘব করার প্রকৃত মঞ্চ?যদি তাই হয়ে থাকে তবে সেখানে নেই কেন বিশ্বজিত হত্যা বিচার দাবী?নেই কেন শ্রমিক নেতা আমিনুল ইসলামের হত্যার দাবী?নেই কেন লিমনের মতো তরুনের পংগুত্তের বিচার দাবী? নেই কেন সাগর-রুনী হত্যার বিচার দাবী?এক সপ্তাহ ধরে চলা নৃত্যকারীরা একবারোতো মেঘকে পাশে এনে বলল না এই নিষ্পাপ শিশুটিকে যারা মা-বাবার স্নেহ মমতা থেকে বঞ্চিত করেছে তাদের বিচার না হওয়া পর্্যন্ত আমরা ঘরে ফিরবো না?তাহলে এগুলো কি মানবতা বিরোধী অপরাধ নয়?না কি এদাবী উচ্চারণ করলে পিপার স্প্রে কিংবা গরম পানির দারা তাদের এই যাত্রাপালা ভন্ডুল হওয়ার আশংকা আছে?যেই আন্দোলন গরম পানি কিংবা পিপার স্প্রেকে ভয় পায় তাকে জাগরণ না বলে যাত্রাপালা বললে কি মানবতা বিরোধী অপরাধ হবে?
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন