আসুন রাজাকারদের চরিত্র দিয়ে প্রকৃত রাজাকারদের শনাক্ত করি, আর ওদের সুযুগ না দি আমাদেরকে বার বার বোকা বানানোর।

লিখেছেন লিখেছেন ম্যানচেস্টার থেকে বলছি ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৩৯:০৮ দুপুর

রাজাকারের বিচার আমি ও চাই সবার মতো।তবে প্রকৃত রাজাকার কারা?? রাজাকাররা যারাই হোক না কেনো, তাদের চরিত্র সম্পর্কে আমরা সকলে মুটামুটি একমত। রাজাকার নামের এই পশূগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা , ধর্ষন , লুণ্ঠন ,দখল , নিজ দেশের স্বার্থের বিপক্ষে যত অপকর্ম ছিল সবই করেছে . রাজাকার কারা এই নিয়ে মতবেদ থাকলেও আমরা সবাই এই পশুগুলুর চরিত্রের বেপারে একমত। বাংলাদেশের নোংরা রাজনীতির কারণে আমরা সকলেই জাতীয় ইসুগুলুর বিষয়ে বিভক্ত। আর এর কারনেই কিন্ত আমাদেরকে রাজনীতিবিদরা বার বার বোকা বানান।রাজাকারের ইস্সুতে ও একই । আমার বুঝ হবার পর থেকে সাধীনতা যুদ্ধের রাজাকারদের চরিত্রের সাথে বর্তমান রাজনৈতিক দলের সমর্থকদের চরিত্রের সাথে মিলানোর চেষ্টা করতাম।কারণ কুকুর সব সময় কুকুরই থাকে।নিজেকে মডার্ন আর স্বাধীনতার ধারক বাহক যাহাই দাবী কুরুক ,কুত্তা ইচ্ছে করলেও তার চরিত্র পরিবর্তন করতে পারে না।সবার কাছে আমার প্রশ্ন একবার ও কি রাজাকারদের চরিত্রের সাথে আমাদের বর্তমান রাজনীতিবিদ আর তাদের সমর্থক দের চরিত্রের সাথে তুলোনা করেছেন কি ?কারা রাজাকারদের মতো প্প্রতিনিয়ত নিরীহ মানুষ হত্যা আর গুম করে নিজেদের আদিপত্য বিস্তারে লিপ্ত ? কোন দলের ছাত্র সংগঠনের নেতারা দর্ষণের সেঞ্চুরি এবং নিরীহ ছাত্রীদেরকে দিয়ে পতিতাবিত্তি করতে বাধ্য করেছিল ??কাদের দুর্নীতির কারণে পদ্ধা সেতুর মতো গুরুত্বপূর্ণ প্রজেক্ট বিশ্ব ব্যাঙ্ক বন্ধ করে দিয়েছে ?দেশের শেয়ার মার্কেট , ব্যাঙ্কিং খাতের দুর্নীতির সাথে কারা জডিত ছিলো ??আমাদের সাস্কিতিক পরিচয় কে ধংস করে আমাদেরকে প্রতিবেশী দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে করা ব্যস্ত?? আসুন রাজাকারদের চরিত্র দিয়ে প্রকৃত রাজাকারদের শনাক্ত করি, আর ওদের সুযুগ না দি আমাদেরকে বার বার বোকা বানানোর ।

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File