বাংলাদেশ পুলিশ বিদেশে শান্তি রক্ষী কিন্তু বাংলাদেশে ?

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২৯ মে, ২০১৩, ১২:৩৩:০৯ দুপুর

জাতি সংঘের শান্তি রক্ষী মিশনে বাংলাদেশ পুলিশ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর পরের বছরই ১৯৮৯ সালে জাতিসংঘ শান্তি মিশনে যোগ দেয়। গত জানুয়ারিতে প্রকাশিত ইউএন পুলিশ ম্যাগাজিনের দশম সংখ্যার তথ্য অনুযায়ী শান্তি মিশনে বাংলাদেশের পুলিশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ডিসেম্বরে বাংলাদেশের এক হাজার ৮২৫ জন পুলিশ সদস্য শান্তি মিশনে দায়িত্ব পালন করেন। এক হাজার ৮৬৪ জন সদস্য নিয়ে প্রথম অবস্থানে ছিল জর্ডান। এক হাজার ২৪ জন পুলিশ নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ভারত। এর আগের বছর জানুয়ারির তথ্য অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল শীর্ষে। ওই সময় বাংলাদেশের মোট দুই হাজার ৮৩ জন পুলিশ সদস্য শান্তি রক্ষার দায়িত্বে ছিলেন। এক হাজার ৯২৭ জন পুলিশ সদস্য নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল জর্দান এবং ভারত ছিল এক হাজার ১০ জন পুলিশ সদস্য নিয়ে তৃতীয় অবস্থানে। পুলিশের নারী ইউনিটের ক্ষেত্রেও প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের ১৯৬ জন নারী পুলিশ সদস্য শান্তি মিশনে কর্মরত আছেন। ১৩৮ জন পাঠিয়ে দ্বিতীয় অবস্থানে রুয়ান্ডা এবং ১১৪ জন পাঠিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বর্তমানে ১১৬টি দেশের ৯২ হাজার ৪০৭ জন শান্তিরক্ষী বিভিন্ন বিরোধপূর্ণ দেশে নিয়োজিত রয়েছেন। শান্তিমিশনে অংশগ্রহণ, নেতৃত্ব প্রদান এবং দায়িত্বের অতিরিক্ত সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে বাংলাদেশি সদস্যরা ১১৬টি দেশের মধ্যে ঈর্ষণীয় অবস্থানে রয়েছেন।

বিষয়: বিবিধ

১৪৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File