ইসলাম বিদ্বেষী ব্লগারদেরকে এড়িয়ে চলাই উত্তম

লিখেছেন লিখেছেন হতভাগা ২৯ মে, ২০১৩, ১২:২০:২৩ দুপুর

বিখ্যাত হতে কে না চায় ? বিখ্যাত হবার দুটি পথ আছে :

১. সুখ্যাতির মাধ্যমে এবং ২.কুখ্যাতির মাধ্যমে ।

সুখ্যাতির মাধ্যমে বিখ্যাত হবার পথটি বেশ কঠিন এবং সময় সাপেক্ষ ।

পক্ষান্তরে, কুখ্যাতির মাধ্যমে বিখ্যাত হওয়া তুলনা মুললকভাবে সহজ এবং তড়িত ।

ব্লগ হল আড্ডার ডিজিটালরুপ। একজন আরেকজনের সাথে দেখা হলে কুশল বিনিময়ে ৫ মিনিটের বেশী লাগার কথা নয় । আড্ডা জমিয়ে রাখতে এবং এগিয়ে নিতে হলে কোন কিছুর সমালোচনা করা ছাড়া সম্ভব নয় । যারা এরকম টপিক এনে আড্ডাকে জমিয়ে রাখতে পারে তারাই আড্ডার মধ্যমনি । অনেক সময় দেখা যায় এতে মনের মিল না হলে মারামারি হাতাহাতির পর্যায়ে চলে যায় । ব্লগে তা আছে গালিগালাজ রুপে ।

ব্লগারদের মধ্য এমন কিছু কুলাঙ্গার আছে যারা হিট হবার জন্য সহজ পথটি বেছে নেয় । তারা বেছে নেয় কোন ব্যাপারটি নিয়ে পোস্ট দিলে বা মন্তব্য করলে অন্যান্যদের প্রতিক্রিয়া বেশী বেশী করে পাওয়া যাবে ।

বাংলাদেশের ৯০% মানুষ মুসলমান এবং ধর্মভীরু । তাই এত বিশাল সংখ্যক মানুষের প্রানের ধর্মকে কটাক্ষ করে যদি কিছু করা হয় তার প্রতিক্রিয়াও হবে বিশাল । ফল যারা এই কুকাজটি করতে পারে তারা বিখ্যাত হয়ে গেল হোক না তা কুখ্যাতির মাধ্যমে ।

কয়দিন আগে মীরাক্কেলে ''বিভীষন'' জামিল এরকমই একটি কাজ করেছিল । এসবি , সামু থেকে শুরু করে সব ব্লগেই এরকম কিছু ব্লগার আছেন যারা লিজেন্ডডারি ব্লগার । খোজ নিলে দেখা যাবে তাদের ম্যাক্সিমামই ইসলাম ধর্মকে নিয়ে কটাক্ষ করে হিট হয়েছে ।

এদের পোস্টে কমেন্ট করে আমরা এদেরকে অযথাই হিট বানিয়ে দেই । মুলত এরা যা লিখে তা ব্লগের তথা সমাজের কোন কল্যানেই আসে না । এরা সমাজের অশান্তি সৃষ্টিকারী এবং বিস্তারকারী ।

এরা ক্বোরআন পড়ে কিন্তু তা বিকৃতভাবে উপস্থাপন করে । পবিত্র ক্বোরআনে আল্লাহ বলে দিয়েছেন '' তার চাইতে বড় জালেম কে যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে ?''

পবিত্র ক্বোরআনে আল্লাহ আরও বলেছেন ,'' যখন তোমরা কোন মজলিশে দেখবে যে সেখানে আল্লাহ ও তার রাসূল (সাঃ)কে নিয়ে কুতসা হচ্ছে , তখন তোমরা সেখান থেকে সড়ে আসবে যতক্ষন না পর্যন্ত তারা অন্য আলাপ চলে যায় ''

তাই টুডে ব্লগের ভিক্টোরিয়াসহ এইসব ইসলাম বিদ্বেষী নাস্তিকদের এড়িয়ে চলাই আমাদের উচিত হবে । এরা না পেরেছে নিজের ধর্মকে আপন করে নিতে , না পেরেছে অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে । বাংলাদেশে যে চমতকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছিল তা ভিক্টোরিয়াদের মত নর্দমার কিটদের জন্য ব্যাহত হচ্ছে ।

ইসলাম ধর্মকে নিয়ে ভিক্টোরিয়াদের এই সব কুতসা রটনা করাকে অন্য ধর্মের লোকেরা ভাল ভাবে নেবে না কারণ , আজ এরা ইসলামকে নিয়ে কুতসা করছে কাল যে অন্য ধর্মকে নিয়ে করবে না তার গ্যারান্টি কি ?

এরা সর্বকালে , সর্বযুগে , সর্বদেশে ও সর্বধর্মের মানুষদের কাছে চিরকালই ধিকৃত ছিল , আছে এবং থাকবে - ইনশা আল্লাহ ।

বিষয়: বিবিধ

১৯৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File