মধ্যরাতের মতিঝিল গণহত্যা ( জাতির জিজ্ঞাসা????)
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১০ মে, ২০১৩, ১২:৫৭:২২ রাত
ক্ষমতার রাজনীতি কত নিষ্ঠুর! কত বিভৎস! কতটাই বেদনাদায়ক, মধ্যরাতের মতিঝিল হত্যাকান্ড গা শিহরে উঠে!
কতগুলো ক্লান্ত,ঘুমন্ত, নিরীহ,নিরস্ত্র ও জিকিরে লিপ্ত মানুষ গুলোর উপর কি নির্মমতাই না চালানো হলো। লাশের সংখ্যা নিয়ে অজানা শংকা কাজ করছে। শংকার কারণও যথেষ্ট:
১. কেন বিদ্যুতের লাইন কেটে দেয়া হলো?
২. কেন সকল মিডিয়া বন্ধ করে দেয়া হলো?
৩. কেন রাত ২.৩০ টা বেছে নেয়া হলো?
৪. কেন দিগন্ত ও ইসলামিক টিভিকে রাত ৪টায় সম্প্রচার বন্ধ করে দেয়া হলো? তাদের ম্যমোরীতে কি ছিল?
৫. লাশের সঠিক সংখ্যা সরকারও কেন প্রকাশ করলো না?
৬. আল্লামা শফিকে কেন মিডিয়ায় কথা বলতে দেয়া হলো না?
৭. আশে পাশের ডিস লাইন কেন কেটে দেয়া হলো?
৮. মাইকের সংযোগ বিছিন্ন করা হলো কেন?
৯. একুশে টিভির ক্যমরাম্যানকে কেন মেরে ফেলতে চেয়েছিল?
১০. সকাল হওয়ার আগেই শাপলা চত্তরের এলাকা পানিতে ধোয়া হলো কেন?
১১. ময়লার ট্রাক গুলো পূর্ব থেকেই প্রস্তুত রাখা হয়েছিল কেন?
১২. মাত্র ১০ মিনিটের অপারেশনে হেফাজত সরে যাওয়ার কাহিনী কোন প্রতক্ষদর্শীর মাধ্যমে কেন মিডিয়ায় দেখানো হলোনা?
১৩. ২.৩০ থেকে অভিযান শুরু হলে ২.৪০ মিনিটেই যদি শেষ হয় তাহলে ভোর ৬টা পর্যন্ত কাউকে শাপলা চত্তরের নিকটে যেতে দেয়া হয়নি কেন?
১৪. অভিযানের সময় কোন সাংবাদিক পুলিশের সাথে ছিল কি?
১৫. পুলিশ,বিজিবির গুলির সঠিক পরিসংখ্যান দেয়া হয়েছে কি?
বিষয়: বিবিধ
১৪০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন