কিং সায়মনের রাজত্ব

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ১০ মে, ২০১৩, ১২:৫৯:০৪ রাত

‘কিং সায়মনের রাজত্ব’ হাস্যকর একটি উপন্যাস আমারদেশে তার প্রতিফলন

------------------------------------------------

আদালত থেকে হাসিনাকে রং হেডেড, শাহজাহানকে জুতার বৃষ্টি, সাহবাগের অভ্যাগতদের উপর বোতল বৃষ্টি হওয়ার পরও যাদের লজ্জা হয়না এই আরকি।-------------

:::::::মূল কথায় আসার আগে বলি::::::::

উপন্যাসটির জিস্ট হল এই-যে যত খারাপ, দুর্নিতীবাজ হবে তার তত পদন্নতী হবে এই আরকি।

বাংলাদেশের বাকশালের সাহবাগী ফ্যাসিবাদী রাজত্বে ফেরা যাক-

১. পদ্মা সেতুর মতো বিশ্ব দুর্ণীতিবাজ, বিশ্ব চোর, বিশ্ব বেহায়ার তকমা যার কপালে-সেই আবুলকে দেয়া হল চরম দেশ প্রেমিক সার্টিফিকেট

২. অসম্ভব দেশ প্রেমিক, অসাধারণ জনপ্রিয় নেত্রী বেগম জিয়াকে কটাক্ষ করার জন্য- ইনু-বড়ুয়াকে মন্ত্রিত্ব দেয়া হল।

৩. শিক্ষককে পেটানো, শিক্ষককে এসিড নিক্ষেপ, ঐতিহাসিক এমসি কলেজ ছাত্রবাসে আগুন, বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, টেন্ডার বাণিজ্য, ভর্তি বাণিজ্য, ধর্ষণের সেঞ্চুরী, মন্দির-শহীদ মিনারে ভাংচুরসহ জঙ্গি-সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ছাত্রলীগ পেল সোনার ছেলের লেবেল।

৪. প্রকাশ্যে দিবালোকে বিশ্বজিৎকে হত্যার সময় নীরব দর্শকের ভূমিকা আর বিরোধীদলীয় চিফ হুইপকে পেটানোর জন্য ছাত্রলীগের সাবেক দুর্ধর্ষ ক্যাডার ডিসি হারুন পেলেন প্রেসিডেন্ট পদক ও সরাস্ট্রমন্ত্রীর বীর উপাধী

৫. বিএনপির অফিসে নারকিয় ও পৈশাচিক তান্ডব চালানোর জন্য এডিসি পেল নগদ ২ লাখ টাকা ও সরকারী অনুদানে সিঙ্গাপুরে স্বপরিবারে প্রমোদ ভ্রমণের সুযোগ

৬. আল্লাহ, নবী করিম (সা.), নামাজ, রোজা, হজ্জ, সম্পর্কে কটুক্তি করে। লিভটুগেদার করে পরকীয়ার জেরে মৃত্যুবরণ করে পেল দ্বিতীয় মুক্তিযোদ্ধার প্রথম সহিদের টাইটেল।

৭. সুরঞ্জিতের থলের কালো বিড়াল বের হয়ে আসলেও ঘরের বিড়াল বানিয়ে দফতরবিহীন মন্ত্রি উপহার দিয়ে জনগণের কপালে দিলেন গরম ছাই ও মাথায় ঠান্ডা পানি।

৮. জয়ের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার ঘুষ কেলেঙ্কারীর অভিযোগ, খ্রিস্টান তালাকপাপ্তাকে বিয়ে করে নিজে তালাক দেন, নতুন করে আয়শার সাথে রাত্রিযাপন করে ধরা খেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে খাটি মানুষ হয়ে তারেক রহমান দুর্নিতীবাজ আখ্যা পান।

৯. প্রায় দু’ডজন প্রমাণিত ও প্রাণডন্ডে দণ্ডিত খুনিকে মুক্তি দিয়ে মহান রাষ্ট্রপতি ঘোষিত হন

১০. পাকিস্তানের দোসর, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধী হাসিনার খয়েরখা মখা আলমগীর বকধার্মিককে পুরস্কার হিসেবে মন্ত্রীত্ব উপহার দিয়েছেন।

১১. তলাবিহীন ঝুরির দেশ, রক্ষিবাহিনী ও বাকশাল কায়েম করার জন্য তোফায়েল তাকে বঙ্গবন্ধু ঘোষণা করেন।

১২.আর ইসলামের পক্ষে অবস্থান নেয়ায় ভারত থেকে দশ হাজার বিএসএফ এনে বিজিবির পোষাক পড়িয়ে শতব্দীর শ্রেষ্ঠ গণহত্যা চালিয়ে বিশ হাজারেরও অধিক মানুষকে হত্যা করল।

এই ফিরিস্তি আরো অনেক লম্বা হবে বৈকি!

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File