তরুণ প্রজম্নের একি হাল! লেখাপড়া সব রসাতলে গেল।
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ০৭ এপ্রিল, ২০১৩, ০১:০১:৫১ রাত
মূর্খদের দিয়ে কখনো গণজাগরণ হয়না। একটি জাতির সামগ্রিক বিষয়ে চিন্তা করার ভাবার দায়িত্ব যখন তরুণ প্রজম্নের ঠিক তখন শাহবাগের তরুণদের শিক্ষা-দীক্ষার একি হাল হল। সাম্প্রতিক সময়ে কিছু বানান ভুল দেখেই বোঝা যায় ওরা কোন কলেজ পাশ করে এসেছে। সাম্প্রতিক সময়ে কিছু দেয়ালিকায় দেখলাম কয়টি শব্দ লিখেছে এমন "মুক্তিযুদ্ধা" "যুদ্বাঅপরাধী" "আত্নমানবতা" "গনজমায়েত" "ছাএলীগ"। কিন্তু শাহবাগের একটি ব্যনার দেখে মাথা আরও ঘুরে যায়। দেখুন
সুপ্রিয় পাঠক এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন যে জাতির তরুণ যুবকদের কি দশা! তারা জাতিকে কিছু দেয়াতো দূরের কথা লুটে খাওয়া ছাড়া ওদের আর কি বা করার আছে?
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন