ঝরা পাতা

লিখেছেন লিখেছেন মুহাম্মদ মুন্না ০৭ এপ্রিল, ২০১৩, ০১:১১:৪৫ রাত

জিবন হয়ত কারো জন্য থেমে থাকেনা, সে তার গতিতে চলে,আর সেই নিয়মেই চলছিল হৃদিতার জিবন,সে এখন জিবনের মানে কি বুজে না, অনেকটা অবুজ বলা চলে, বাল্য বেলা থেকেই এক অন্য রকম জিবন চলছিল তার সুখ দুঃখ কোনটাই মানায় না তার বেলায়। কিন্তু সময়ের ধারাবাহিকতায় পাল্টে যায় জিবনের গল্প, ভার্চুয়াল জগৎ টা ভাল লাগেনা হৃদিতার, তাই এই আধুনিকতার যোগে কোন অনুষ্টানে জেতে তার ভাল লাগেনা, অনেকটা অপারগ হয়েই গিয়েছিল এক চাচাতো বোনের বিয়েতে, দারিদ্রতা তাকে অনেকটা একা করে দিলো তাকে ,তাই ইচ্ছা করে বসে রইল এক পাসে একটা ঝরা পাতা হয়ে..…..…।

বিষয়: বিবিধ

১২৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File