মন্ত্রী রঙ্গ
লিখেছেন লিখেছেন ওসমান সজীব ১৮ মার্চ, ২০১৩, ০১:৩৩:১১ রাত
ভাবতে পারো অনেক কিছু
ভাবার আছে ডাল
অর্থ মন্ত্রী আছে মোদের
আবুল মুহিত মাল।
দুর্নীতি তার নেইতো জানা
অভিযোগে স্লান
আবুল হোসেন আছে মোদের
পদ্মা সেতুর জান।
আছে মোদের সাহারা খাতুন
তালাতে গুন গান
তাকে নিয়ে করছে কেন
আম জনতা ফান।
কালো বিড়াল ধরতে গিয়ে
নিজেই হলেন লিপ্ত
রেল মন্ত্রী ছিলেন মোদের
সুরঞ্জিত সেন গুপ্ত।
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন