ঘুমন্ত নারী ভালোবাসার শহরে

লিখেছেন লিখেছেন ওসমান সজীব ০৮ মার্চ, ২০১৩, ০৫:১৬:৪০ বিকাল

ঘুম ঘুম ঘুম চোখে

ঘুম ভাঙ্গা শহরে

বুক ফাটে চোক উঠে

বিছিন্ন আঁধারে ।

আবছা আলো ঝাপসা চোখে

নতুন কোন মুখ

রাস্তার মাঝে পড়ে থাকি

হয়েছে অসুখ।

বৃষ্টি এসে ভিজিয়ে দেয়

অপবিএ শরীর

কোথায় গেলে পাবো তারে?

হয়েছে কসুর।

কত কথা মধুরতা

শহরে শত চিহ্ন

খুঁজে নিয়ে ছিলাম সরলতা

আঁকাবাঁকা পথ ভিন্ন

প্রয়োজন শেষে প্ররিত্যক্ত আমি

এই ভালোবাসার শহরে...

বিষয়: বিবিধ

১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File