আমাদের "তুমি "হীন ১৪ই ফেব্রুয়ারী আমাদের প্রেমিকাহীন ভালোবাসা দিবস

লিখেছেন লিখেছেন ওসমান সজীব ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:২০:১৮ দুপুর

আমাদের "তুমি "হীন ১৪ই ফেব্রুয়ারী

আমাদের প্রেমিকাহীন ভালোবাসা দিবস

আমাদের বসন্ত আছে

উৎসব নেই ।

আমাদের ফুল আছে

ঘ্রাণ নেই ।

আমাদের আকাশ আছে

বৃষ্টি নেই ।

আমাদের সাগর আছে

ঢেউ নেই।

আমাদের মন আছে

ভালোবাসা নেই।

আমাদের পাখা আছে

সীমানা নেই।

আমাদের রাত্রি আছে

জোছনা নেই ।

আমাদের হাত আছে

স্পর্শ নেই।

আমাদের শীত আছে

উষ্ণতা নেই ।

আমাদের আমি আছে

কিন্তু তুমি নেই ।

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File