সব স্বার্থের ঊর্ধ্বে মা
লিখেছেন লিখেছেন ওসমান সজীব ২৩ এপ্রিল, ২০১৩, ০২:০১:৩১ দুপুর
আমি যখন বাচ্চা শিশু
স্বপ্ন দেখতে অনেক কিছু।
কষ্ট করে লালন করো
আদর দিয়ে মুড়িয়ে রাখো।
লাগতে দাওনা কোন আচড়
ভাঙ্গে ভাঙ্গুক তোমার পাজড়।
জন্ম থেকে কষ্ট করে
দেয় যে মা আদর
ভালোবাসায় মুড়িয়ে রাখে
রহমতের চাদর।
সব স্বার্থের ঊর্ধ্বে মা
সংসারের আলো
এক পলক না দেখলে
লাগে না তো ভালো।
বিষয়: Contest_mother
১৬০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন