তোমরা যারা বাম রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের বলছিঃ

লিখেছেন লিখেছেন ক্ষেপনাস্ত্র ০৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩১:১৭ সকাল

আমি নিজে এক সময় বাম রাজনীতি পছন্দ করতাম।

.... এরপর...

সময় অনেক পেরিয়ে গেছে।

....হিমালয়ের পানি গড়িয়ে সমুদ্রে গিয়ে পড়েছে।

বিদ্যা-বুদ্ধি অর্জনের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক চিন্তা ভাবনা করতে শিখেছি।

ঘটনার অন্তরালের বিষয়গুলো বুঝতে শিখেছি।

বুঝতে পারি তোমাদের নীতি নৈতিকতার কোন বালাই নাই। গলাবাজি করে, মানুষকে ধোকা দিয়ে তোমরা তোমাদের স্বার্থসিদ্ধি করো....আর তাই.....

...আমি এখন বাম রাজনীতি পছন্দ করি না। বাম-রাম আর ছাগুভাদাদের প্রতি ঘৃনা জন্মেছে। এমনকি আমি জামায়াত-শিবিরের রাজনীতিও করিনা।

...কিন্তু তোমাদের দেশ বিরোধী সন্ত্রাসী কার্যকলাপ, অকারণে মানুষ হত্যা আর বিচারের নামে প্রহসন করে নিরপরাধ মানুষগুলোকে হত্যার চেষ্টা করে জাতিকে বিভক্ত করতে চাওয়ার প্রতিবাদে জামায়াত-শিবিরের প্রতি আমি আমার সমর্থন দিয়েছি এবং দিচ্ছি। কারন তারা(জামায়াত-শিবির) মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও বিপক্ষের শক্তির কথা বলে জাতিকে বিভক্ত করছে না, যে বিভক্তি তোমরা করছো। আমার মতো হাজারো মানুষ এক সময় যারা বাম-রাম আর ছাগুভাদাদের পছন্দ করতো তারা ধীরে ধীরে তোমাদের রাষ্ট্রদ্রোহী কাজকর্ম বুঝতে পারছে, তোমাদের জারিজুরী ধরে ফেলছে, আর তোমাদের ঘৃনা করছে।

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File