গেঁজেল ব্লগার বনাম সত্য ব্লগার

লিখেছেন লিখেছেন ক্ষেপনাস্ত্র ০৯ এপ্রিল, ২০১৩, ০৭:০৪:১৩ সন্ধ্যা

ব্লগিং এ আমার পদচারণা মাত্র সামান্য ক'দিন, কিন্তু অনলাইন এক্টিভিস্ট হিসেবে অনেকদিন থেকেই এজগতে আমার পদচারণা। ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট'দের মধ্যে কিছু বিভক্তি লক্ষ্য করেছি যেমন, ছাত্রলীগের সর্মথক ব্লগার, ছাত্রদলের সর্মথক ব্লগার, শিবিরের সর্মথক ব্লগার, নষ্ট ব্লগার, নাস্তিক ব্লগার, আস্তিক ব্লগার ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে, কিছু ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট আছে যারা সারাদিন গাঁঞ্জার পুটলি পকেটে রাখে, নেশা কেটে গেলেই আবার গাঁঞ্জা টানে। গাঁঞ্জা না খাইলে কি-বোর্ডে এদের হাত চলে না। মাউসে হাত না যেয়ে অন্য কোথাও চলে যায়, পুনরায় গাঁঞ্জা খাইয়া আজে-বাজে ও আবোল-তাবোল লিখতে থাকে। কি লেখে নিজেও বোঝে না। সে যে কি বোঝে না, সেইটাই সে বোঝে না। কখনো ধর্মকে কটাক্ষ করে, কখনো ব্যক্তিকে কটাক্ষ করে, কখনো নবী(সাঃ) কটাক্ষ করে, আল্লাহকে কটাক্ষ করে, গালি দেয়। আবার এরাই নিজেদেরকে ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট'দের প্রতিনিধি মনে করে। অন্যদেরকে এরা ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট'ই মনে করে না। সবকিছু বিবেচনা করলে দেখা যায়, ব্লগিং জগতে মূলত দু'টি ধারা আছে একটি ধারার ব্লগার'রা গাঞ্জার উপরে চলে, আর অন্য ধারার ব্লগার'রা যু্ক্তির উপরে, সত্যের উপর চলে। তাই হালের জামানায় 'ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট'দেরকে দু'টি ভাগে ট্যাগ লাগানো এখন সময়ের দাবি। ট্যাগ দু'টি হলো একদিকে "গেঁজেল ব্লগার" অন্যদিকে "সত্য ব্লগার"। এভাবে ট্যাগ লাগানো কেউ পছন্দ করুক আর নাই করুক, ব্লগারদের আইডেন্টিফাই করতে এই ট্যাগ জরুরী বটে!

বিষয়: বিবিধ

১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File