দিপুর কষ্ট
লিখেছেন লিখেছেন জামিল খান ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ১১:০৬:১২ সকাল
সকাল বেলা ফেসবুক খুলেই বন্ধু দিপু আব্দুর এর একটি স্ট্যাটাস আমার বুকের এককোনে জমে থাকা ছোট্ট ব্যাথাটাকে আবার স্মরন করিয়ে দিল।
"একটা ঝকঝক চকচক গাড়ি, পাশে বসা সুন্দরি বউ। সপ্তাহ শেষে উইকএন্ডে কোথাও ঘুরে আসা, অভিজাত এলাকায় ফ্ল্যাট, সোশাল স্ট্যাটাস- লিস্টি টা বড় হতে থাকা। কর্পোরেট দুনিয়া ভালো সব স্বপ্ন নিয়ে এসেছে তরুণদের জন্য।"
মেজাজটা কয়েকদিন থেকে খুব ভালো যাচ্ছেনা। বিশাল একটা দ্বন্দ্ব কাজ করছে। সিদ্ধান্তহীনতায় ভুগছি। ওইযে বেটা দিপুর লেখা "সোশাল স্ট্যাটাস" সেটা নাকি ইদানিং টাকার কাছে জিম্মি।
আমার এই দ্বান্দ্বিকতা আবার একটু বিশ্লেষন করতে ইচ্ছা জাগল। বেচারা সম্মানিত হেগেল বলেছিলেন আমাদের চিন্তা বা নতুন নতুন আইডিয়া আমাদের জীবনধারাকে বদলে দেয়। অর্থাৎ আমাদের চিন্তার পরিবর্তনের কারনে পৃথিবীর পরিবর্তন হয়। তার এই মতবাদ কে আবার আমাদের বন্ধু সম্মানিত মার্কস বিরোধিতা করে বলেছেন আর্থসামাজিক সম্পর্কই আমাদের জীবনধারা বদলে দেয়। অর্থাৎ জগতের পরিবর্তন হয় তার জবাবে আমাদের চিন্তার পরিবর্তন হয়।
এখন দোসটা কার আমাদের নাকি কর্পোরেট দুনিয়ার। তবে আমার কিছু সহজ সরল চিন্তা আছে আর তা হল দোষটা আমাদের মানষিকতার। সেটা আমার যেমন আবার আমার বাবা মায়ের তেমন ঠিক তেমনি আবার আমাদের সমাজের। আমরাই আমাদের তরুন প্রজম্মকে করপোরেট দুনিয়ার দোহাই দিয়ে বাধ্য করছি এরকম চিন্তা করবে।
বেচারা দিপুর কষ্টটাতো বুঝি আমি। বয়সটাতো আর কম হলনা।
বিষয়: বিবিধ
১৪৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন