"এক যে আছে রাজা"

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ১১:০৪:৩৯ সকাল



বলল রাজা প্রজায় ডেকে আয় না করি খেলা

রাজ্যসভায় কাজ কিছু নাই সময় আছে ম্যালা।

আমার কথায় খেলতে হবে কারণ আমি রাজা,

তুই হবি চোর আমি পুঁলিশ আমিই দেব সাজা।

কোর্ট বসিবে বিচার হবে করব আমি বিচার,

ইচ্ছেমতো পত্রিকাতে আমিই দেব ফিচার!

আমি হবো হুকুমদাতা আমিই হবো জুড়ি,

ডান্ডাবেরি পরাব তোকে তুই করেছিস চুরি।

চৌদ্দ বছর জেলে দিব আনবো যে ফের রিমান্ডে,

সবই হবে খেলার ছলে এবং আমার কমান্ডে।

বলবো তোকে জঙ্গি-খুনী হতে পারিস দাঙ্গাবাজ,

আমার কথায় সাজতে হবে যেমন খুশি তেমন সাজ।

দেশদ্রোহী বলে তোদের দিতেও পারি ফাঁসি,

রাজার সাথে খেলবি আবার থাকবি খুশি-হাসি।

লক্ষ কিংবা কোটি টাকা হতেও পারে ফাইন,

রাজা আমি খেলার ছলে তৈরী করি আইন!!!

বিষয়: বিবিধ

২৪২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File