আচ্ছা ফার্স্ট ক্লাশ ফার্স্ট হওয়াটা কি অপরাধ??
লিখেছেন লিখেছেন জামিল খান ০৬ জুলাই, ২০১৫, ০৩:১৯:৫৪ দুপুর
বেচারা রাতদিন পড়ালেখা করে ফার্স্ট ক্লাশ ফার্স্ট। আর যারা ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয় তারা তো কোন লেজুর বৃত্তি অপরাজনিতির পোস্টধারি নেতা হতে পারেন না। আর ফলাফল যা হবার তাই। ১৯ তম অথবা ২০ তম অথবা কোন তমের ধর্তব্যেই আসেনা কিন্তু নেতা আর কিছু কি লাগে। তিনি এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর বেচারা ফার্স্ট ক্লাশ ফার্স্ট এখনো বেকার। এই সংস্কৃতির শুরুটা করেছেলেন বঙ্গবন্ধু। যদিও উনার উদ্দেশ্যটা মহৎ ছিল। সদ্য স্বাধিন একটি দেশে চাইলেই তো আর হাতের কাছে ভুরি ভুরি গ্রেজুয়েটস উনি পাননি। হাতের কাছে যাদের পেয়েছেন দায়িত্ব দিয়ে দিয়েছেন। উনি আবার দিল দরিয়া মানুষ ছিলেন। বুকের ছাতিটা ছিল ইয়া বড়। যে কেউ এসে পায়ের কাছে বসে পড়লেই হল, বঙ্গবন্ধু আমার এটা লাগবে। বাস হয়ে গেল। দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু তাকে বুকে টেনে নিতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় বড় প্রফেসর যারা অখ্যাত কলেজ শিক্ষক থেকে সোজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলেন শুধু বঙ্গবন্ধুর পায়ের কাছে বসতে পেরেছিলেন বলে। তাদের থেকে যোগ্যতর লোক অবশ্যই ছিলেন কিন্তু তারা আসেন নি বা আসার সুযোগ পাননি। হাল কালে আবার নিয়মটা সম্পূর্ন বিপরীত। দল না করলে খুব কঠিন। তো যেটা বলছিলাম বেচারা ফার্স্ট ক্লাশ ফার্স্ট। পাবলিকে তো হলোনা। এবার যখন প্রাইভেটে আসে তখনও সমস্যা। প্রথম সমস্যা তুমি এখানে থাকবানা। এত ভালো রেজাল্ট। ঢাবি না হয় বিসিএস না হয় ব্যাংকে চলে যাবা। এই এক্সিকিউটিভ পোস্টে তুমি কেন আসবা। ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই ফার্স্ট ক্লাশ ফার্স্ট এর অন্তুরের কান্না ভাইভা বোর্ডের কেউ শুনতে পায়না। আর কতদিন বেকার থাকব। বয়স তো আর কম হলোনা। চুলোয় যাক আমার ফার্স্ট ক্লাশ ফার্স্ট। আই নিড আ জব বেডলি। যেনতেন হলেই হবে। (আমার পরিচিত এক ফার্স্ট ক্লাশ ফার্স্ট এর ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা)
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন