সেই ধর্মের তলেই মাথা ঠুকে বামরা!

লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৩২:৫৩ সন্ধ্যা

বামদের আত্মীক পরাজয় বোধহয় এখানে। ওরা সারাটা জীবন যে ধর্মকে (আসলে ইসলামকে নিয়ে) নিয়ে কটাক্ষ করে, কিছু গোয়েন্দা বাহিনীর টাকা খেয়ে ধর্মবিদ্বেষী রাজনীতি করে। আধুনিকতা বা ধর্মনিরপেক্ষতার নাম করে যে দেহে ভোগ-সম্ভোগ করে-সে ধর্মের ছায়াতলেই ঠুনকো দেহটা গছিয়ে দিয়ে যায়? জানি না মরার পরে ওরা লজ্জ্বায় ভোগে কি না, নাকি অনুশোচনার আগুনে আগুনে দগ্ধ হয়...

কথিত প্রগতিবাদী এ মুর্খগুলো শাহবাগে জানাজার নামে যে নাটক করল, এতে আবারো প্রমাণিত হলো-এই বামদের আসলে কোন আদর্শ নেই। ওদের নীতিবোধ বুনো কোন প্রাণীর চেয়েও খারাপ। ওরা সময়ের প্রয়োজনে হরেক-রকম আদর্শ বুকে ধারণ করে। বক আদর্শবাদী সেজে ধুরন্ধরের ধান্দা করে বেড়ায়। যে ধর্মকে রাষ্ট্র থেকে নির্বাসনে পাঠানোর জন্য ওরা আদাজল খেয়ে মাঠে নামে আবার জনরোষ থেকে বাঁচতে এ ধর্মকেই ঢাল হিসেবে ব্যবহার করে এ!

লক্ষ্য করুন-১২ দিনের এক অপবিত্র জায়গায়, রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ওরা জানাজার নামে যে ভাবে ধর্মের অবমাননা করল-তা ওদেরকে আবার জাতির সামনে ভণ্ড হিসেবেই উপস্থাপন করল।

বামদের বলছি-তোমরাতো সুযোগ পেলেই ধর্মের চৌদ্ধগোষ্ঠী উদ্ধার কর, তাহলে মরা লাশের বেলায় আবার ধর্মীয় লেবাস কেন?

তোমাদের কথিত বামাদর্শের ভিত্তি কি তাহলে এতটাই নড়বড়ে, যে তা বুড়ো বয়সেই পালিয়ে রাশিয়ার জঙ্গলে চলে যায়! আর তোমরা কবরে যাও ধর্মের কাছে আত্মসমর্পণ করে। হায়রে বাম-ভাদার দল।

বিষয়: বিবিধ

৮৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File