গ্রাম মহল্লা জেলা উপজেলা দেশ বিদেশের সবাই এগিয়ে আসুন: ইসলাম ও মুসলমাদের বাঁচাতে!
লিখেছেন লিখেছেন সরকার বিরোধী ০১ মার্চ, ২০১৩, ০৭:৫৩:৩৯ সন্ধ্যা
বাংলাদেশে মানবাধিকার বর্তমানে এমন এক পর্যায়ে যাচ্ছে যে, আর সে সর্ম্পকে কথা বলেও কোনো ফায়দা হচ্ছে না । আমরা ফিলিস্তিনে দেখেছি কিভাবে মুসলমানের ওপর গুলিবর্ষণ করেছে ইহুদি কাফের ও মোসরেকরা তা হয়তো সহ্য করেছি আমরা ;কিন্তু নিজ দেশে যখন একজন মুসলমান একজন মুসলমানকে পাখির মতো বিনা অজুহাতে হত্যা করে যাচ্ছে তা মনে হয় পৃথিবীর কোনো দেশে হয়েছে কিনা আমার জানা নাই, আর তা আমরা কিভাবে সহ্য করছি । ফিলিস্তিনে দিনের পর দিন ইহুদি নাছারা যেভাবে মুসলমানদের ওপর অমানবিক অত্যাচার ও নির্যাতন চালিয়েছে বর্তমানে আমাদের দেশ সেটাকে টপকে গেলো । সাধারন মানুষকে গুলি করে হত্যা এটা কোনো দেশের সরকার করতে পারে না! পুলিশরুপী হায়ানাদের লেলিয়ে দিয়ে গণহারে হত্যা করে যাচ্ছে মুসলমানদের এ যে এক নিমর্ম বর্বতাকে হার মানিয়ে যায়, যা স্বাধীনতা চলাকালীন সময়েও ঘটেনি দেশে আজ তা ঘটছে । দেশ আজ গৃহযুদ্ধের মুখোমুখি । মুসলমান হয়ে মুসলমানকে নির্বিচারে হত্যা এ কোন্ দেশে বাস করছি । একটি পক্ষকে খুশি করার জন্য সরকার আজ মরিয়া হয়ে উঠেছে । বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বলতে চাই দেশ বাঁচাও ইসলামকে বাঁচাও মুসলমানদের বাঁচাও সর্বপরি নিজেদের ঈমাণকে বাঁচাও । দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ যুব সমাজের কাছে আহবান ইসলামকে বাঁচাতে মুসলমানদের, এই নাস্তিকদের হাত থেকে বাঁচাতে যার যা আছে ঝাপিয়ে পড়ো মুসলমানদের রক্ষা করো ! হে আল্লাহ তুমি আমাদের দেশের ইসলামপ্রিয় মুসলমানদের হেফাযত করো । আমীন !
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন