জামাতকে খুশি করতে বিএনপির হরতাল
লিখেছেন লিখেছেন লাল সবুজ পতাকা ০১ মার্চ, ২০১৩, ০৭:৫৪:৩৭ সন্ধ্যা
জামাতের দীর্ঘ দিনের বন্ধু বিএনপি অনেক দিন চুপ করে খেলা দেখেছে আর হিসাব কষেছে যে, তাদের কি করনীয়। জামাতের হরতালে বিএনপি শুধু মৌনিক সমর্থন দিয়েছে যা জামাতকে হতাশ করেছে। জামাত ও বুঝতে পেরেছে তাদের পিচ্ছিল পথে বিএনপি হাটবে না। প্রথম সারির উইকেট ফেলবে জামাত আর শেষ উইকেট তুলে বিএনপি বলতে আমরা জিতেছি জামাত বিষয়টা ধরে ফেলেছে বলে জানা গেছে।
বি,এন,পি আরো একবার প্রমান করলো জামাত ছাড়া তারা এক পাও এগুতে পারছেনা । তাই জামাতের জামাতের কাছে ভাল সাজার চেষ্টা করলেন। আমরা একজন বিরধী দলে নেতার কাছ থেকে এই ধরনের মিথ্যা তথ্যপ্রচার আশা করিনী। বিএনপি নেতারা শুধু হাকডাকেই আছে। কেউ টিভিতে কথা বলতে পছন্দ করেন, রিজভী সাহেব বাইরে তালা দিয়ে ভেতরে বসে আন্দোলনের ছক কষছেন। আসলে এই জনবিচ্ছিণ্ন হরতাল করে কোন লাভ নেই। কঠোর হস্তে প্রতিরোধ হবেন।
বিষয়: বিবিধ
১০৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন