স্নেহময়ী মা সন্তানের জন্য স্বর্গীয় নেয়ামত ।
লিখেছেন লিখেছেন টবমন ২০ মার্চ, ২০১৩, ১২:১৭:১৭ রাত
ধন্য মোরে করেছ বিধাতা,সৃজিয়া আমার মা'কে,
স্বর্গের সুখ এ জগতে, লুকিয়ে যেথায় থাকে,
সে'তো আর কোথাও না,আর কোথাও না, জান?....... কোথায় আমি পাই,
স্নেহময়ী মায়ে মোরে, কোলে দিলে ঠাঁই ।
মায়ের স্নেহের আচঁল, কত যে হয় কোমল,
রিক্ত সিক্ত দেহ, যদি ক'বো হয় অতল !
নিমিষেই ক্লান্ত প্রাণ, জোরাবে কষ্টের মোহ,
মা যদি মুখ্-খানা মোর, মূছে দেয়-দিয়ে আচঁল ।
রোগে-শোকে থাকি যখন, স্থির থাকে না মায়ের মন,
সন্তান কখন সুস্থ হবে, দুঃশ্চিতা মায়ের সর্বক্ষন,
কেঁদে কেঁদে নামাজ পরে, করে মায়ে মোনাজাত,
হে বিধাত আমাকে নাও, সন্তান আমার বেঁচে থাক ।
মাগো, হতভাগা সন্তন আমি,
তোমায় দিয়াছি কত আঘাত,
সব কিছু মা মেনে নিয়েছ, করনি তুমি প্রতিবাত ।
কত যাতনা পেয়েছে মায়ে,
লালন করতে আমায়,
হে বিধাতা পরকালে, মাকে তুমি,
সুখ দিও সধাই ।
মাগো তুমি কোথায় আছ,
খোজে নাহি পাই,
কত কিছু পেলাম মাগো, তোমার তুলনা নাই ।
আর কিছু চাই না মাগো, তোমায় শুধু চাই ।
খালা বল ফুফু বল মায়ের মত না,
হে বিধাতা তুমি মাকে, দুঃখ দিও না ।
আমিন ।!!!!!!!!!!!
বিষয়: Contest_mother
১৫৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন