কবিতা, আমার মায়ের কোল !!!!!
লিখেছেন লিখেছেন টবমন ১৭ মার্চ, ২০১৩, ০১:৩১:৩০ রাত
মাগো তোমার কোল খানির হয়না তুল-না,
আমার জন্য কোলটি তোমার নিরাপদ বিছানা ।
দশ মাস তোমার গর্বে ছিলাম, দুঃখ কষ্ট পাইনি,
কি খাবার খেয়েছিলাম কিছুই বুঝিনি ।
কষ্ট শুরু হল মাগো এসে ধরনীতে,
কষ্টের মাঝে সুখ খুজে পাই তোমার কোলটিতে।
মাগো তুমি আমার বেহেস্থ খানা,
তুমি আমার শশ্বী,
তুমি খুসি হলে মাগো হবে আল্লাহ খুসি।
কত কষ্ট পেয়েও তুমি সুখ খুজলা-না,
সুখে যেন আমি থাকি করলা আরাধনা ।
মাগো তোমার মত দরদী আর এ জগতে নাই,
মরণ কালে যেন আমি কোলটি তোমার পাই।
মাগো, স্ত্রী পুত্র যত স্বজন স্বার্থের জন্য করে জ্বালাতন,
স্বার্থ ছারা কেহ আমায় ভালবাসল-না,
বিনা স্বার্থে তুমি ছারা মাগো, আপন কেহ না ।
রোগে-শোকে ভোগি যখন,>
অজানা বয়ে থাক তখন, কর তুমি প্রার্থনা,
হে বিধাতা আমাকে নাও, সন্তান কে মোর নিও-না ।
মাগো, আমি সুখের আশায়, ডুবে আছি মিথ্যে মায়ায়,
দুঃখ কষ্ট সব ভুলে যাও- আমি মা বলে ডাকায় ।
না খেয়ে তুমি মাগো আমায় খাওয়ালে,
তোমার ভালবাসা মাগো, এই জগতে আর না মিলে ।
সময় থাকতে বুঝিনি মা, তুমি কি ধন,
হারাইয়া তোমায় খুজি মাগো, খুজে আমার মন ।
এ জগতে তোমার মত স্নেহময়ী মা আর নাই,
সেই জগতে আবার যেন কোলটি তোমার পাই ।
বিষয়: সাহিত্য
১৬১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন