আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি - কাউকে কাফের/ মুশরিক/ ফাসিক / দায়ুস / জাহান্নামী বলবো না।
লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ২৩ জুন, ২০১৪, ০৪:২৯:১৩ রাত
ভাই ও বোনেরা ,
আজ আমি আমার একটা নীতির কথা আপনাদের শোনাব। আমি কোনো মানুষকে কাফের/ মুশরিক/ ফাসিক / দায়ুস / জাহান্নামী এরকম বলা থেকে সম্পূর্ণ বিরত থাকি। আমি মনে করি আমার দায়িত্ব মানুষের ভুল ধরিয়ে দেয়া। আল্লাহর দায়িত্ব বেহশত দোজখ নির্ধারণ করা।
তাছাড়া আমি দেখেছি - একে অন্যকে কাফের / মুশরিক/ দালাল/ ফাসেক/ দাযুস - এরকম ডেকে আমরা কেবল বিভেদই বাড়িয়েছি , সমস্যার সমাধান করতে পারি নাই।
কারো খারাপ কাজকে আমরা ঘৃনা করবো, নিজের ভালো কাজ দিয়ে মন্দকে প্রতিহত করবো - কিন্তু অন্যে কাফের হয়ে গেল কিনা সেটার রায় দিয়ে দেব না। রায় দেয়ার ক্ষমতা ও হক একমাত্র আল্লাহর। আমরা কি খেয়াল করি যে আল্লাহর রায় দেবার অধিকারে ভাগ বসিয়ে আমরাও শিরক করছি ?
আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি - কাউকে কাফের/ মুশরিক/ ফাসিক / দায়ুস / জাহান্নামী বলবো না।
ধন্যবাদ
বিষয়: বিবিধ
২১৩৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ আপনাকে।
জীবনে প্রথম মাথা হেট করে দিলাম - তা-ও কোনো পুরুষের কাছে নয় - দুই নারী ব্লগারের (ব্লগিনী, ব্লগারনী, ব্লগারিনী বা ব্লগারিকা - বেছে নিন যেটি আপনাদের পছন্দ হয়) সমীপে । হ্যাটস অফ টু বৃত্তের বাইরে আর কানিজ ফাতেমা । আমাকে উদ্দেশ্য করে বৃত্তমণি'র প্রাণখোলা স্তুতিবাক্য আর ব্লগার কানিজ ফাতেমা'র দু'দুটি পোষ্ট আমাকে এতো-ই “বনলতা সেনীয়” শান্তি দিয়েছে যা জীবনে কখনো অনুভব করিনি । ফলশ্রুতিতে অন্তরে বেজেছে কাজী নজরুলের সেই শক্তিশালী "নারী" কবিতার কিছু ছত্রের অনুরণনঃ
কোনো কালে একা হয়নিক জয়ী পুরুষের তরবারী,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষী-নারী ।
...
রাজা করিতেছে রাজ্য-শাসন, রাজারে শাসিছে রাণী,
রাণীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি ।
আমার ছিটেফোটা লেখা বা মন্তব্যগুলো পড়ে যদি আপনি আমার গুণ(গ্রাহী/মুদ্ধ) হয়ে থাকেন তবে তার সম্পূর্ণ কৃতিত্ব আপনার-ই প্রাপ্য। আমার দৃঢ় বিশ্বাস - আমার চিন্তাভাবনাগুলোর সাথে পরিপূর্ণভাবে পরিচিত হলে আপনার মতো পাশ্চাত্য-শিক্ষিতা উদার মনোভাবাপন্নরা অবশ্য-ই উপকৃত হবেন । ইনশাল্লাহ সামনের দিনগুলোতে শনৈ শনৈ সেগুলোর বহি: প্রকাশ হতে শুরু করবে । কিন্তু জীবনের ব্যস্ততা কমিয়ে আনতে যে হিমশিম খাচ্ছি … মাঝে মাঝে ভাবি প্রতিটি দিনে যদি ত্রিশটি ঘন্টা থাকতো ...
ব্যক্তিগতভাবে চিনলে কিন্তু একেবারে " ... অ্যাট ফার্ষ্ট সাইট” হবার সমূহ সম্ভাবনা আছে ... :-) জাস্ট কিডিং ...
তবে অদূর ভবিষ্যতে আমার সম্বন্ধে অল্প-স্বল্প-গল্প করবো এবং কেনো করবো তা-ও বলে দেবো ।
আমাকে ব্যক্তিগতভাবে না চিনে-ও শুধুমাত্র আমার হাতেগোণা ক'টা লেখা আর কিছু মন্তব্য পড়ে আমার সম্বন্ধে যে সুধারণা পোষণ করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ । আমার অল্প-স্বল্প পরিচয় ও আরো কিছু লেখা পড়লে আমার প্রতি আপনার আস্থা আরো বাড়বে বলে-ই মনে করি ।
আপনার অনুযোগ-অভিযোগ সম্পূর্ণ সত্য । এজন্য আমি আন্তরিকভাবে লজ্জিত ও ক্ষমাপ্রার্থী । (চাইলে দশ বার কান ধরে উঠা-বসা করে ইউটিউবে ভিডিও আপলোড করবো !) কথায় যেমন বলে, বি লেইট দ্যান নেভার । তাই দেরীতে হলে-ও এই পাপের (?) প্রায়শ্চিত্ত করে নিলাম আপনার একটি লেখায় মন্তব্য করে এবং এখানে প্রতি-মন্তব্য লিখে ! এখন থেকে আর কোনো মান-অভিমান না? ... ঠিক আছে তো ? আপনাকে ব্যস্ত রাখার জন্য হ্যারি-পটার'রা তো মুখিয়ে-ই থাকে দেখি !
একটি ব্যাপার হয়তো আপনি খেয়াল করে থাকবেন, কিছু ব্যতিক্রম ছাড়া আমি সাধারণত: একটু সিরিয়াসধর্মী লেখাগুলোতে চিন্তাশীল মন্তব্য করে থাকি এবং সেগুলো সাধারণত: একটু লম্বাটে-ই হয়ে থাকে - এটা-ও যেমন ।
আপনি আমাকে চেনেন না, জানেন না, আমি আপনার কোনো লেখায় মন্তব্য করিনি অথচ আপনি ঠিক-ই আমার এক লেখায় মন্তব্য করেছেন আরেক মন্তব্যের উপর প্রতি-মন্তব্য করেছেন । আপনি সত্যি-ই উদারমনা ও কুপমন্ডুকতার উর্দ্ধে ! জয়তু হে নারী...
“রতনে রতন চেনে” বলে একটা কথা আছে । আমাকে “রতন” মনে করলে আপনাকে রত্না আর কানিজ ফাতেমা-কে রত্নগর্ভা অভিধায় ভূষিত করবো ।
আমার মনের কথাগুলো-ই বলে দিয়েছেন । উপরোক্ত বিষয়গুলো এবং আমার শেষ পোষ্টটি নিয়ে সামনে বিস্তারিত লেখার আশা রাখি । আমার ব্লগ থেকে সাময়িকভাবে নীরব প্রস্থান এবং মৌনতা অবলম্বন এক শ্রেণীর ব্লগারদের আস্কারা পাবার সুযোগ করে দিয়েছে । শেষ পোষ্টের পর আমি ব্লগ থেকে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম নানা কারণে । সময় সুযোগ মতো সেসবের ওপর আলোকপাত করার আশা রাখি ইনশাল্লাহ । নানা ব্যস্ততা আমাকে বেশ ব্যাপৃত করে রেখেছে অদ্যাবধি । ধন্যবাদ । ভালো থাকুন ।
আপনার চিন্তাশীল মন্তব্যগুলো এক একটি পোস্ট। এই ব্লগে কিছু মন্তব্যকারীর মন্তব্য আমি পছন্দ করি যাদের নাম আমার উক্ত পোস্টে উল্লেখ করেছি। লেখার ক্ষেত্রে পাঠকের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ যা একজন লেখককে এগিয়ে নিতে সাহায্য করে। আপনার ব্লগের সন্ধান দেয়ার জন্য ধন্যবাদ। আশা করি অনেক কিছু জানতে পারব। অনেক ধন্যবাদ আপনাকে। নিয়মিত লিখবেন আশা করি
আপনার নীতিতে থাকলে সমাজ কলুষিত হতেই থাকবে !
১. যারা ইসলাম বিরোধী না , নিজেদের মুসলিম হিসাবে পরিচয় দেন ও নিজের সামর্থ ও জ্ঞান অনুযায়ী ইসলামের উপকারের নিয়তে কম হোক বেশী হোক কাজ করেন - তাদের মত আমার মতের মতো না হলে তাকে - ফাসেক / মুরতাদ / বিদায়াতী বলে গালি দেয়া
- এটা যারা করেন তারা শিরক করছেন। কারণ অন্যের কাজের মুল্যানের ভিত্তিতে রায় দেয়া একমাত্র আল্লাহর কাজ। আপনি আপনার মত তুলে ধরে তার মতের বিপরীতে আপনার যুক্তি দিতে পারেন। কিন্তু ব্যক্তির বিশ্বাসের মান ও পর্যায় নিয়ে রায় দিতে পারেন না।
২. যারা নামে মুসলিম, কেউ কেউ নামাজ পরেন কিন্তু প্রকাশ্যে ইসলামের বিপরীতে যায় এমন কাজ করেন। এদের জন্য সেই হাদিসটি মনে রাখা জরুরী যে একজন সাহাবী যুদ্ধে একজন ইহুদীকে মাটিতে ফেলে দিল - ইহুদীটি লা ইলাহা পড়ল, সাহাবীটি তাকে হত্যা করলো।
পরবর্তিতে রাসুল স তা জানার পর সাহাবীকে জিজ্ঞাসা করলেন কেন তিনি ওই ব্যক্তিকে হত্যা করলেন -সাহাবী বললেন " সে ভয়ে কলেমা পড়েছে , মন থেকে ঈমান গ্রহণ করেনি "
পরে রাসুল স এই সাহাবীর প্রতি রাগান্নিত স্বরে সমালোচনা করলেন - " তুমিকি তার মনে ঢুকে দেখেছ ?"
কেউ ইসলামের সমালোচনা করলে যুক্তি দিয়ে তার যুক্তি খন্ডন করুন , ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরুন। ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ করতে আল্লাহ বলেছেন - কাউকে কাফের / মুশরিক / মুরতাদ বলে রায় দেবার দায়িত্ব আল্লাহ আমাদের দেননি।
কিন্তু যে কাফের কুফরী করেও মুসলিম দাবী করে, তাকে যুক্তিভিত্তিকভাবে কাফের না বললে অন্যায় হবে--তার বিভ্রান্তি ধরিয়ে না দেয়া ভুল হবে।
যেমন গতকাল সমালোচক নামের একজন ''ইসলামে বেশ্যাবৃত্তি আছে এবং নবী সাঃ এর প্রবক্তা'' বলে দাবী করেছেন। আমি যুক্তি দিয়ে তাকে কাফের বলেছি যদিও সে নিজেকে মুসলিম দাবী করেছে।
তার কুফরি ধরে না দিলে বা তার কুফরিকে কি তবে সাপোর্ট করতে হবে? পরকালে আল্লাহ কাফের-মুনাফিক আর শিরককারীকে ক্ষমা করবেন না। তাই কারো ভুলদাবী ধরিয়ে দেয়ার জন্য তাকে কাফের বলায় দোঢতো নেই-ই বরং সত্যগোপনের অপরাধ হবে।
তবে গালাগাল আকারে কিছুই বলা বা ডাকা নাজায়েজ। পিলাচ
কিন্তু যারা সরাসরি ইসলামবিরোধী/তাগুতী শক্তি তাদের বললে সমস্যার কিছু নেই।
মন্তব্য করতে লগইন করুন