আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি - কাউকে কাফের/ মুশরিক/ ফাসিক / দায়ুস / জাহান্নামী বলবো না।

লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ২৩ জুন, ২০১৪, ০৪:২৯:১৩ রাত

ভাই ও বোনেরা ,

আজ আমি আমার একটা নীতির কথা আপনাদের শোনাব। আমি কোনো মানুষকে কাফের/ মুশরিক/ ফাসিক / দায়ুস / জাহান্নামী এরকম বলা থেকে সম্পূর্ণ বিরত থাকি। আমি মনে করি আমার দায়িত্ব মানুষের ভুল ধরিয়ে দেয়া। আল্লাহর দায়িত্ব বেহশত দোজখ নির্ধারণ করা।

তাছাড়া আমি দেখেছি - একে অন্যকে কাফের / মুশরিক/ দালাল/ ফাসেক/ দাযুস - এরকম ডেকে আমরা কেবল বিভেদই বাড়িয়েছি , সমস্যার সমাধান করতে পারি নাই।

কারো খারাপ কাজকে আমরা ঘৃনা করবো, নিজের ভালো কাজ দিয়ে মন্দকে প্রতিহত করবো - কিন্তু অন্যে কাফের হয়ে গেল কিনা সেটার রায় দিয়ে দেব না। রায় দেয়ার ক্ষমতা ও হক একমাত্র আল্লাহর। আমরা কি খেয়াল করি যে আল্লাহর রায় দেবার অধিকারে ভাগ বসিয়ে আমরাও শিরক করছি ?

আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি - কাউকে কাফের/ মুশরিক/ ফাসিক / দায়ুস / জাহান্নামী বলবো না।

ধন্যবাদ

বিষয়: বিবিধ

২১৩৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237758
২৩ জুন ২০১৪ রাত ০৪:৫৬
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি আপুনি।
237764
২৩ জুন ২০১৪ সকাল ০৫:২০
বৃত্তের বাইরে লিখেছেন : জাজাকাল্লাহ আপা। আপনার এই লেখাটা দেখে সাথে সাথে লগইন করলাম। আমি ব্লগে আছি খুব বেশি দিন হয়নি,আসা হয় খুবই কম। যে কজন মন্তব্য কারীর মন্তব্য পড়লে একটা লেখা সম্পূর্ণ মনে হয় সমালোচক ভাই তাদের একজন যদিও আমি তাকে বাক্তিগত চিনিনা বা তিনি আমার কোন লেখায় মন্তব্য করেননি। মুসলমান হিসেবে আমাদের পরস্পরের সাথে সম্পর্ক,অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে তা জানা থাকা উচিত। কিন্তু আমরা তা ভুলে যাই। খুব সহজেই মতের মিল না হলে একজনকে কাফের, মুশরিক, মুরতাদ...ইত্যাদি বলে গালি দেই। অথচ কাউকে বিচার করার ফয়সালা যেখানে আল্লাহর হাতে। আমি খেয়াল করেছি কাউকে গালি দিলে সবাই যেভাবে এপ্রিশিয়েট করে কিন্তু এ কাজ করাটা যে ঠিক না সেই বিষয়ে কেউ কখনো কিছু বলেনা। কোনো সিনিয়ার ব্লগারকেও কখনো এ নিয়ে প্রতিবাদ করতে বা লিখতে দেখিনি। এর আগেও ফখরুল ইসলাম, ডক্টর আবুল কালাম আজাদ, আকবর, সকাল-সন্ধা সহ অনেক সিনিয়ার ব্লগার কে এভাবে গাল-মন্দ করা হয়েছে। আপনি কোরান হাদিসের আলোকে এ নিয়ে বিস্তারিত একটা পোস্ট দিলে ভালো হয়।
অনেক ধন্যবাদ আপনাকে।
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১২
241542
সমালোচক লিখেছেন : যে কজন মন্তব্যকারীর মন্তব্য পড়লে একটা লেখা সম্পূর্ণ মনে হয় সমালোচক ভাই তাদের একজন...
জীবনে প্রথম মাথা হেট করে দিলাম - তা-ও কোনো পুরুষের কাছে নয় - দুই নারী ব্লগারের (ব্লগিনী, ব্লগারনী, ব্লগারিনী বা ব্লগারিকা - বেছে নিন যেটি আপনাদের পছন্দ হয়) সমীপে । হ্যাটস অফ টু বৃত্তের বাইরে আর কানিজ ফাতেমা । আমাকে উদ্দেশ্য করে বৃত্তমণি'র প্রাণখোলা স্তুতিবাক্য আর ব্লগার কানিজ ফাতেমা'র দু'দুটি পোষ্ট আমাকে এতো-ই “বনলতা সেনীয়” শান্তি দিয়েছে যা জীবনে কখনো অনুভব করিনি । ফলশ্রুতিতে অন্তরে বেজেছে কাজী নজরুলের সেই শক্তিশালী "নারী" কবিতার কিছু ছত্রের অনুরণনঃ

কোনো কালে একা হয়নিক জয়ী পুরুষের তরবারী,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষী-নারী ।
...
রাজা করিতেছে রাজ্য-শাসন, রাজারে শাসিছে রাণী,
রাণীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি ।

আমার ছিটেফোটা লেখা বা মন্তব্যগুলো পড়ে যদি আপনি আমার গুণ(গ্রাহী/মুদ্ধ) হয়ে থাকেন তবে তার সম্পূর্ণ কৃতিত্ব আপনার-ই প্রাপ্য। আমার দৃঢ় বিশ্বাস - আমার চিন্তাভাবনাগুলোর সাথে পরিপূর্ণভাবে পরিচিত হলে আপনার মতো পাশ্চাত্য-শিক্ষিতা উদার মনোভাবাপন্নরা অবশ্য-ই উপকৃত হবেন । ইনশাল্লাহ সামনের দিনগুলোতে শনৈ শনৈ সেগুলোর বহি: প্রকাশ হতে শুরু করবে । কিন্তু জীবনের ব্যস্ততা কমিয়ে আনতে যে হিমশিম খাচ্ছি … মাঝে মাঝে ভাবি প্রতিটি দিনে যদি ত্রিশটি ঘন্টা থাকতো ...

... যদিও আমি তাকে বাক্তিগত চিনি না...
ব্যক্তিগতভাবে চিনলে কিন্তু একেবারে " ... অ্যাট ফার্ষ্ট সাইট” হবার সমূহ সম্ভাবনা আছে ... :-) জাস্ট কিডিং ...
তবে অদূর ভবিষ্যতে আমার সম্বন্ধে অল্প-স্বল্প-গল্প করবো এবং কেনো করবো তা-ও বলে দেবো ।

আমাকে ব্যক্তিগতভাবে না চিনে-ও শুধুমাত্র আমার হাতেগোণা ক'টা লেখা আর কিছু মন্তব্য পড়ে আমার সম্বন্ধে যে সুধারণা পোষণ করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ । আমার অল্প-স্বল্প পরিচয় ও আরো কিছু লেখা পড়লে আমার প্রতি আপনার আস্থা আরো বাড়বে বলে-ই মনে করি ।
... তিনি আমার কোন লেখায় মন্তব্য করেননি।
আপনার অনুযোগ-অভিযোগ সম্পূর্ণ সত্য । এজন্য আমি আন্তরিকভাবে লজ্জিত ও ক্ষমাপ্রার্থী । (চাইলে দশ বার কান ধরে উঠা-বসা করে ইউটিউবে ভিডিও আপলোড করবো !) কথায় যেমন বলে, বি লেইট দ্যান নেভার । তাই দেরীতে হলে-ও এই পাপের (?) প্রায়শ্চিত্ত করে নিলাম আপনার একটি লেখায় মন্তব্য করে এবং এখানে প্রতি-মন্তব্য লিখে ! এখন থেকে আর কোনো মান-অভিমান না? ... ঠিক আছে তো ? আপনাকে ব্যস্ত রাখার জন্য হ্যারি-পটার'রা তো মুখিয়ে-ই থাকে দেখি !

একটি ব্যাপার হয়তো আপনি খেয়াল করে থাকবেন, কিছু ব্যতিক্রম ছাড়া আমি সাধারণত: একটু সিরিয়াসধর্মী লেখাগুলোতে চিন্তাশীল মন্তব্য করে থাকি এবং সেগুলো সাধারণত: একটু লম্বাটে-ই হয়ে থাকে - এটা-ও যেমন ।

আপনি আমাকে চেনেন না, জানেন না, আমি আপনার কোনো লেখায় মন্তব্য করিনি অথচ আপনি ঠিক-ই আমার এক লেখায় মন্তব্য করেছেন আরেক মন্তব্যের উপর প্রতি-মন্তব্য করেছেন । আপনি সত্যি-ই উদারমনা ও কুপমন্ডুকতার উর্দ্ধে ! জয়তু হে নারী...

“রতনে রতন চেনে” বলে একটা কথা আছে । আমাকে “রতন” মনে করলে আপনাকে রত্না আর কানিজ ফাতেমা-কে রত্নগর্ভা অভিধায় ভূষিত করবো ।
...খুব সহজেই মতের মিল না হলে একজনকে কাফের, মুশরিক, মুরতাদ...ইত্যাদি বলে গালি দেই। অথচ কাউকে বিচার করার ফয়সালা যেখানে আল্লাহর হাতে। আমি খেয়াল করেছি কাউকে গালি দিলে সবাই যেভাবে এপ্রিশিয়েট করে কিন্তু এ কাজ করাটা যে ঠিক না সেই বিষয়ে কেউ কখনো কিছু বলে না। কোনো সিনিয়ার ব্লগারকেও কখনো এ নিয়ে প্রতিবাদ করতে বা লিখতে দেখিনি।
আমার মনের কথাগুলো-ই বলে দিয়েছেন । উপরোক্ত বিষয়গুলো এবং আমার শেষ পোষ্টটি নিয়ে সামনে বিস্তারিত লেখার আশা রাখি । আমার ব্লগ থেকে সাময়িকভাবে নীরব প্রস্থান এবং মৌনতা অবলম্বন এক শ্রেণীর ব্লগারদের আস্কারা পাবার সুযোগ করে দিয়েছে । শেষ পোষ্টের পর আমি ব্লগ থেকে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম নানা কারণে । সময় সুযোগ মতো সেসবের ওপর আলোকপাত করার আশা রাখি ইনশাল্লাহ । নানা ব্যস্ততা আমাকে বেশ ব্যাপৃত করে রেখেছে অদ্যাবধি । ধন্যবাদ । ভালো থাকুন ।
০২ জানুয়ারি ২০১৫ রাত ১১:৪৩
241942
বৃত্তের বাইরে লিখেছেন : প্রশংসা কিন্তু আমার চেয়ে আপনি বেশি করেছেনHappyকানিজ আপা কোরআনের শব্দের অর্থগুলোর বিশ্লেষণ করে লিখেন। আমি আপার লেখাগুলো জানার জন্য পড়ি।
আপনার চিন্তাশীল মন্তব্যগুলো এক একটি পোস্ট। এই ব্লগে কিছু মন্তব্যকারীর মন্তব্য আমি পছন্দ করি যাদের নাম আমার উক্ত পোস্টে উল্লেখ করেছি। লেখার ক্ষেত্রে পাঠকের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ যা একজন লেখককে এগিয়ে নিতে সাহায্য করে। আপনার ব্লগের সন্ধান দেয়ার জন্য ধন্যবাদ। আশা করি অনেক কিছু জানতে পারব। অনেক ধন্যবাদ আপনাকে। নিয়মিত লিখবেন আশা করিHappyGood Luck Good Luck

237765
২৩ জুন ২০১৪ সকাল ০৫:৩৫
ইবনে হাসেম লিখেছেন : আসসালামু আলাইকুম। এ নীতি সবাইকে গ্রহন করা উচিত। তবে এটা কি সবক্ষেত্রে সমান হবে? যেমন যারা প্রকাশ্যে ইসলামী ব্যবস্থার নিন্দা করে, তাদেরকে কি বলা যাবেনা? যেমন শাহরিয়ার কবির প্রজাতিদের?
237766
২৩ জুন ২০১৪ সকাল ০৫:৩৮
ইবনে হাসেম লিখেছেন : এবং যারা ধর্মনিরপেক্ষতাকেই দেশের সংবিধান বানায় এবং ইসলামী দলকে নিশ্চিহ্ন করতে তাদের সর্বশক্তি নিয়োগ করে, তাদেরকে কি বলা যাবে না? ওদের না বললে তো ওদের বিরুদ্ধে জনগনকে যৌক্তিকভাবে মবিলাইজ ও করা যাবেনা।
237770
২৩ জুন ২০১৪ সকাল ০৫:৫৩
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আপনার নীতি পুরোপুরি ইসলামিক কিনা আমার সন্ধেহ হয় ? কারন মহান আল্লাহ সৎ কাজের আদেশের সাথে সাথে মন্দ কাজে বাধা দিতে বলেছেন । আপনার শুধু 'কারো খারাপ কাজকে আমরা ঘৃনা করবো, নিজের ভালো কাজ দিয়ে মন্দকে প্রতিহত করবো' -এই নীতির কারনে সমাজে অনেক অন্যায় এখন প্রতিষ্টিত হয়ে গেছে । যেমন, কেউ যত ধর্ম-কর্মই করুক কোন কাজ করতে গেলে ঘুষ দিতে হবে এটাই স্বাভাবিক মনে করে ।
আপনার নীতিতে থাকলে সমাজ কলুষিত হতেই থাকবে !
২৩ জুন ২০১৪ সকাল ০৭:০৭
184333
কানিজ ফাতিমা লিখেছেন : এখানে ব্যাপার দুইটা -

১. যারা ইসলাম বিরোধী না , নিজেদের মুসলিম হিসাবে পরিচয় দেন ও নিজের সামর্থ ও জ্ঞান অনুযায়ী ইসলামের উপকারের নিয়তে কম হোক বেশী হোক কাজ করেন - তাদের মত আমার মতের মতো না হলে তাকে - ফাসেক / মুরতাদ / বিদায়াতী বলে গালি দেয়া

- এটা যারা করেন তারা শিরক করছেন। কারণ অন্যের কাজের মুল্যানের ভিত্তিতে রায় দেয়া একমাত্র আল্লাহর কাজ। আপনি আপনার মত তুলে ধরে তার মতের বিপরীতে আপনার যুক্তি দিতে পারেন। কিন্তু ব্যক্তির বিশ্বাসের মান ও পর্যায় নিয়ে রায় দিতে পারেন না।

২. যারা নামে মুসলিম, কেউ কেউ নামাজ পরেন কিন্তু প্রকাশ্যে ইসলামের বিপরীতে যায় এমন কাজ করেন। এদের জন্য সেই হাদিসটি মনে রাখা জরুরী যে একজন সাহাবী যুদ্ধে একজন ইহুদীকে মাটিতে ফেলে দিল - ইহুদীটি লা ইলাহা পড়ল, সাহাবীটি তাকে হত্যা করলো।
পরবর্তিতে রাসুল স তা জানার পর সাহাবীকে জিজ্ঞাসা করলেন কেন তিনি ওই ব্যক্তিকে হত্যা করলেন -সাহাবী বললেন " সে ভয়ে কলেমা পড়েছে , মন থেকে ঈমান গ্রহণ করেনি "
পরে রাসুল স এই সাহাবীর প্রতি রাগান্নিত স্বরে সমালোচনা করলেন - " তুমিকি তার মনে ঢুকে দেখেছ ?"

কেউ ইসলামের সমালোচনা করলে যুক্তি দিয়ে তার যুক্তি খন্ডন করুন , ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরুন। ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ করতে আল্লাহ বলেছেন - কাউকে কাফের / মুশরিক / মুরতাদ বলে রায় দেবার দায়িত্ব আল্লাহ আমাদের দেননি।
২৩ জুন ২০১৪ সকাল ১০:০৩
184371
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আপনার জবাব মাথায় নিয়েই মন্তব্য করেছিলাম । একটি জবাব দিন তাহলে ? আপনার ভাইয়েরা কাদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হচ্ছে কাতারে-কাতার !!!
237792
২৩ জুন ২০১৪ সকাল ০৮:২৬
তথ্য অধিকার লিখেছেন : যে কাফের নয় তাকে কাফের বলা নিষেধ এবং মিছে বলার জন্য সেকথা তার ওপরই বর্তাবে-এটাই হাদীস। আর ইসলামে গালাগাল তো নেই-ই।

কিন্তু যে কাফের কুফরী করেও মুসলিম দাবী করে, তাকে যুক্তিভিত্তিকভাবে কাফের না বললে অন্যায় হবে--তার বিভ্রান্তি ধরিয়ে না দেয়া ভুল হবে।

যেমন গতকাল সমালোচক নামের একজন ''ইসলামে বেশ্যাবৃত্তি আছে এবং নবী সাঃ এর প্রবক্তা'' বলে দাবী করেছেন। আমি যুক্তি দিয়ে তাকে কাফের বলেছি যদিও সে নিজেকে মুসলিম দাবী করেছে।

তার কুফরি ধরে না দিলে বা তার কুফরিকে কি তবে সাপোর্ট করতে হবে? পরকালে আল্লাহ কাফের-মুনাফিক আর শিরককারীকে ক্ষমা করবেন না। তাই কারো ভুলদাবী ধরিয়ে দেয়ার জন্য তাকে কাফের বলায় দোঢতো নেই-ই বরং সত্যগোপনের অপরাধ হবে।

তবে গালাগাল আকারে কিছুই বলা বা ডাকা নাজায়েজ। পিলাচ
২৩ জুন ২০১৪ সকাল ০৯:৫৯
184370
কানিজ ফাতিমা লিখেছেন : ফাসেকী , মুনাফেকী, কুফরীর সঙ্গা / ধরন / বৈশিষ্ট তুলে ধরে মানুষকে সাবধান করা যাবে , কিন্তু কোনো ব্যক্তির ঈমানের মান নিয়ে রায় দেয়া যাবে না।
237802
২৩ জুন ২০১৪ সকাল ০৯:১৮
আল সাঈদ লিখেছেন : আমাদের অবশ্যই এ থেকে বিরত থেকে সমাধানের পথ খুজঁতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে। ভালো লাগলো
237868
২৩ জুন ২০১৪ দুপুর ০১:০৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শুধুমাত্র মতভিন্নতার কারণে কাউকে এসব ভয়ংকর বিশেষণে বলা ঠিক নয়।

কিন্তু যারা সরাসরি ইসলামবিরোধী/তাগুতী শক্তি তাদের বললে সমস্যার কিছু নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File