বাবা বউ পেটাচ্ছে , বড় হয়ে ছেলেও বউ পিটাবে

লিখেছেন লিখেছেন মুকুল মনির ২৩ জুন, ২০১৪, ০৩:০০:৫৯ রাত

আদর্শ পারেন্টিং -

বাচ্চা ছেলে -মেয়েরা যা ঘরে দেখে তাই reflect করে তাদের পরবর্তী জীবনে।

ভিডিও কিছু পয়েন্ট

- বাবা এর পরিবেশ সচেতন নাই বা কেয়ার করছে না ,তাই ছেলেও বাবার সাথে কোক এর টিন ফেলছে রাস্তায়।

-বাবা সামান্য জিনিস নিয়ে shouting করছে , ছেলে তা observe করছে ও শিকছে ।.. , পরবর্তিতে সেও তাই করবে।

-বাবা বউ পেটাচ্ছে , বড় হয়ে ছেলেও বউ পিটাবে এবং মহিলা/মেয়েদেরকে সামান্যতম সন্মান করতে পারবে না. (অনেক পুরুষ তো মহিলাদেরকে মানুষই মনে করে না )

(তোমরা যারা বউ পিটাও অথবা মানসিক ও psychologically নির্যাতন করো ,তোমাদের মেয়েদেরকে ও আরেক বেটা পেটাবে -আরো জোরে। এটা একটা দুষ্ট চক্র , সচেতনাই একমাত্র বাচার উপায় )

-মা মদ খেয়ে রাস্তায় বমি করছে , মেয়ে বড় হয়ে এই একই কাজ করবে।

জীবনের প্রতি ক্ষত্রে এটা মনে রাখা ও প্রাকটিস করা দরকার।

https://www.youtube.com/watch?v=7d4gmdl3zNQ

বিষয়: বিবিধ

১২৭৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237741
২৩ জুন ২০১৪ রাত ০৩:১৩
ভিশু লিখেছেন : থাম্ব-রুলও তাই বলে:
Like Fathers Like Sons...!!! খুব গুরুত্বপূর্ণ লিখা...Rose
237753
২৩ জুন ২০১৪ রাত ০৪:৩৩
কানিজ ফাতিমা লিখেছেন : Children COPY and PASTE their parent's action.
237970
২৩ জুন ২০১৪ বিকাল ০৫:০২
হতভাগা লিখেছেন : মা হিন্দি সিরিয়াল দেখে কূটনামী শিখে তা তার স্বামী ও শশুড় শাশুড়ীর উপর এপ্লাই করছে ।

মাকে দেখে মেয়েও শিখছে ।

মা আরেকজনের সাথে পরকিয়া করে বাবাকে তালাক দিচ্ছে , মেয়েও মার কাছ থেকে সেটা রপ্ত কর নিচ্ছে ।

মা বাবাকে দিয়ে প্রচুর লাক্সারী করাচ্ছে , ইচ্ছেমত বাইরে বেড়াতে যাচ্ছে । এতে মাস শেষে টান পড়ছে । মাকে দেখে মেয়ে সেটা শিখে নিচ্ছে ।
২৪ জুন ২০১৪ দুপুর ১২:০৭
184723
মুকুল মনির লিখেছেন : সহমত। ভিডিও টি এটাই বলছে
237984
২৩ জুন ২০১৪ বিকাল ০৫:৪২
আফরা লিখেছেন : যদি ও বেশীর ভাগই এ রকমই হয় তবে কিছু ব্যতিক্রম ও আছে ।বাবা বা মায়ের খারাপ আচরন গুলোকে মনে প্রানে ঘৃণা করে ।
২৪ জুন ২০১৪ দুপুর ১২:১৮
184729
মুকুল মনির লিখেছেন : সহমত। স্কুল, কমিউনিটি , মিডিয়া এগুলো ও চাইল্ড ডেভেলপমেন্ট এ প্রভাব ফেলে। এর উপর আরেকটি লিখা আসবে।
238185
২৪ জুন ২০১৪ রাত ০২:১৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File