গল্প ও দৃষ্টির কথোপকথন
লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ১৯ ডিসেম্বর, ২০১৩, ০৭:৪১:১৯ সকাল
গল্প: তুমি তখন জন্মাও নি , তোমার বাবা মাও হয়ত বালক বালিকা , তখনকার কথা বলছি। আমরা বাংলাদেশের নারীদের ইজ্জত বাচাতে অস্র হাতে নিয়েছি .....
দৃষ্টি : কদিন আগে খবরের কাগজে দেখলাম জাহাঙ্গীর নগরের মানিক বাংলাদেশের নারী উপভোগের শততম উত্সব করলো। তার কি করলা?
গল্প: রাখো এসব কথা , আমার গল্প শোনো। আমরা বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দেবার জন্য, নির্বাচনের অধিকার দেবার জন্য রক্ত দিয়েছি।
দৃষ্টি : আজ যে দেখি একদলীয় শাসন আর একদলের নির্বাচন করতে বাংলাদেশের মানুষের রক্ত ঝরাচ্ছ ?
গল্প: সেদিন দেশের সম্পদ যাতে হায়নারা নিয়ে যেতে না পারে সেজন্য লড়েছি। বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে বুকে বুলেট নিয়েছি।
দৃষ্টি: তবে যে দেশের পদ্মা সেতুর মত সম্পদ চেটে পুটে গিলে ফেললে ? শেয়ার বাজার ডাকাতদের কি হলো?
গল্প : গল্পের মধ্যে কথা বলতে নেই; চোখ বন্ধ করে চুপ চাপ শোনো। আর শুনতে শুনতে ঘুমিয়ে পরো।
দৃষ্টি: ZZZZ............................
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন