হেফাযত তো দেখি দারুন রাজনীতি শিখে ফেলেছে!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৯ ডিসেম্বর, ২০১৩, ০৮:০৬:৫৭ সকাল

রাজনৈতিক দল বললেই ঊনারা মনে করেন আমি বুঝি গালি দিলাম। অথচ, এই ক' মাসে রাজনীতি ভালই শিখে ফেলেছে। আবারো ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। মজার ব্যপার হলো,

ইদানিং ঊনারা কর্মসূচি ঘোষণা করে কিভাবে স্হগিত করা যায় সেই ধান্দায় থাকেন।এবার অবশ্য বেশ স্বল্প সময়ের নোটিশ, ২৪ তারিখ।তাই এবার স্হগিত করার কারন কি হতে পারে?

দেশে ২৩ তারিখ থেকে নির্বাচনকালিন দায়িত্ব পালনের জন্য সেনা মোতায়েন হবার কথা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে হেফাযতকে সমাবেশ করতে হবেনা!

২৫ তারিখ খ্রীষ্টমাস, সেটাও সমাবেশ বাতিলের একটা উপলক্ষ্য হতে পারে।

আর যদি সেদিন কোন রকমে জামায়াত কর্মসূচী দেয় তাহলে তো আর কথা নাই।

চোখ রাখছি। যদি আগে ভাল-মন্দ চিনতে পারবো ততই ভাল।

তবে যদি নিয়্যত ঠিক থাকে তাহলে শুভকামনা রইলো।

বিষয়: বিবিধ

১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File